বিশ্বজমিন

ভারতীয় প্রধানমন্ত্রীকে মিথ্যাবাদী বললেন রাহুল গান্ধী

মানবজমিন ডেস্ক

১২ জুলাই ২০২০, রবিবার, ৯:০৮ পূর্বাহ্ন

এবার ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মিথ্যাবাদী বললেন রাহুল গান্ধী। কংগ্রেসের দলীয় সাংসদদের এক বৈঠকে তিনি এই মন্তব্য করেন। এতে তিনি বলেন, চীনের আগ্রাসন নিয়ে নরেন্দ্র মোদি মিথ্যাচার করেছেন, দেশবাসীকে বিভ্রান্ত করেছেন। এ সময় জাতীয় নিরাপত্তার প্রশ্নে আপস না করার কথাও জানান তিনি। এ খবর দিয়েছে এনডিটিভি।
খবরে বলা হয়, চীন ইস্যুই নয় শুধু, আভ্যন্তরীণ নানা বিষয়ে সরকারের ব্যর্থতার কথা তুলে ধরেন রাহুল। করোনা সংকট সমাধানে সরকার ব্যর্থ হয়েছে বলে উলে­খ করেন তিনি। রাহুল গান্ধী বলেন, ভারতে ক্রমবর্ধমান সংক্রমণে এখন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পাশে থাকা উচিত ছিল সরকারের। কিন্তু তা না করে বরং উল্টো পিছিয়ে এসেছে সরকার।
রাহুল আরো দাবি করেন, নিয়মিত মিথ্যা বলছেন প্রধানমন্ত্রী। এটা রাজনৈতিক বিষয় নয়। কিন্তু কংগ্রেস জাতীয় নিরাপত্তাকে দুর্বল হতে দিতে পারে না। এমন কিছু করতে পারে না যাতে ভারতের সীমান্ত উন্মুক্ত হয়ে যায়। এরইমধ্যে টুইটারেও একই কথা বলে যাচ্ছেন রাহুল। করেছেন একাধিক টুইট।
এদিকে, ইন্দো-চীন সীমান্তের বিতর্কিত ফিঙ্গার-৪ এলাকায় ক্রমশ হালকা হচ্ছে চীন সেনার উপস্থিতি। এনডিটিভির দাবি, ১০ জুলাইয়ের উপগ্রহ চিত্রে তেমনই ছবি এসেছে। তবে, চীনা নির্মাণ, তাঁবু ও শেড এখনও ওই এলাকায় রয়ে গিয়েছে। অর্থাৎ পুরোপুরি চিন সেনা ২ কিমি পিছনে সরেছে, এটা দাবি করা যাবে না। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রনালয় জানিয়েছে, চীনা হোভারক্রাফট প্যাংগং লেক সংলগ্ন এলাকায় পড়ে রয়েছে। দশটি বড় মাপের নৌকাও ফিঙ্গার-৪ এলাকার পূর্ব প্রান্তে ধরা পড়েছে উপগ্রহ চিত্রে। তবে, সমঝোতা হয়েছে এলএসি বরাবর দু'কিমি পিছু হটবে দুই দেশের বাহিনী। ইন্দো-চিন সীমান্তের কয়েকটি বিতর্কিত জায়গায় সেই সমঝোতা সম্পন্ন করেছে দুই দেশের সামরিক বাহিনী। সামরিক ভাষায় যাকে ডিজএনেেগজমেন্ট বলে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status