প্রথম পাতা

পরীক্ষা কম শনাক্তের হার বেশি

স্টাফ রিপোর্টার

১২ জুলাই ২০২০, রবিবার, ৯:২৩ পূর্বাহ্ন

দেশে করোনা শনাক্তের হার বাড়ছেই। কিন্তু ক’দিন ধরে নমুনা পরীক্ষা কম হচ্ছে। গত ২৪ ঘণ্টায় যতগুলো নমুনা পরীক্ষা করা হয়েছে, সেগুলোর মধ্যে ২৪ শতাংশ শনাক্ত হয়েছে। অর্থাৎ প্রায় প্রতি চারজনের নমুনা পরীক্ষায় একজন করোনা ভাইরাস রোগী শনাক্ত হচ্ছেন। গত ১০ দিনের পরীক্ষা ও শনাক্তের বিশ্লেষণে দেখা যায়, শনাক্তের হার বৃদ্ধি পাচ্ছে। পরীক্ষা গত মাসের তুলনায় কম হচ্ছে। এদিকে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৩০৫ জনে। নতুন করে করোনা শনাক্ত হয়েছেন দুই হাজার ৬৮৬ জন। এর আগের তিন দিনও শনাক্ত তিন হাজারের নিচে ছিল। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন এক লাখ ৮১ হাজার ১২৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৬২৮ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮৮ হাজার ৩৪ জন। গতকাল করোনা নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১১ হাজার ৪৭৫টি, নমুনা পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ১৯৩টি। এখন পর্যন্ত ৯ লাখ ২৯ হাজার ৪৬৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ২ হাজার ৬৮৬ জন। পরীক্ষার তুলনায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৮ দশমিক ৬০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ২৭ শতাংশ। মত্যুবরণকারীদের মধ্যে ২৫ জন পুরুষ এবং ৫ জন নারী। এখন পর্যন্ত মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ এক হাজার ৮২৪ জন এবং নারী ৪৮১ জন। ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৩ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৮ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৩ জন রয়েছেন। ২৪ ঘণ্টায়
মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রাম বিভাগে ১০ জন, রাজশাহী বিভাগে ৩ জন, খুলনা বিভাগে ৩ জন এবং বরিশাল বিভাগে একজন রয়েছেন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ১৮ জন, বাসায় মৃত্যুবরণ করেছেন ১১ জন এবং মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় একজনকে।

গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ৮৫৩ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ১৭ হাজার ৪৯১ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ৫৫৪ জন, এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন ১৮ হাজার ২৭৭ জন। এখন পর্যন্ত আইসোলেশন করা হয়েছে ৩৫ হাজার ৭৬৮ জনকে। গত ২৪ ঘণ্টায় প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিন মিলে কোয়ারেন্টিন করা হয়েছে ২ হাজার ১৪২ জনকে। এখন পর্যন্ত ৩ লাখ ৯১ হাজার ৩২৩ জনকে কোয়ারেন্টিন করা হয়েছে। কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড়া পেয়েছেন ২ হাজার ২২৭ জন, এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন ৩ লাখ ২৭ হাজার ৮৭১ জন। এখন মোট কোয়ারেন্টিনে আছেন ৬৩ হাজার ৪৫২ জন।

এদিকে স্বাস্খ্য অধিদপ্তরের গত ১০ দিনের তথ্য বিশ্লেষণে দেখা যায়, পরীক্ষা কম হলেও শনাক্তের হার বাড়ছে। গত ১০ই জুলাই শনাক্তের হার ছিল ২১ দশমিক ৮৬ শতাংশ। এই দিন শনাক্ত হন ২ হাজার ৯৪৯ জন এবং নমুনা পরীক্ষা হয়েছিল ১৩ হাজার ৪৮৮টি। ৯ই জুলাই শনাক্তের হার ২১ দশমিক ৪৯ শতাংশ। শনাক্ত ৩ হাজার ৩৬০ জন এবং নমুনা পরীক্ষা হয় ১৫ হাজার ৬৩২টি। ৮ই জুলাই শনাক্তের হার ২২ দশমিক ২৬ শতাংশ। শনাক্ত ৩ হাজার ৪৮৯ জন এবং পরীক্ষা ১৫ হাজার ৬৭২টি। ৭ই জুলাই শনাক্তের হার ছিল ২২ দশমিক ৯৮ শতাংশ। এই দিন শনাক্ত হন ৩ হাজার ২৭ জন এবং নমুনা পরীক্ষা হয়েছিল ১৩ হাজার ১৭৩টি। ৬ই জুলাই শনাক্তের হার ২২ দশমিক ৪৭ শতাংশ শনাক্ত হন ৩ হাজার ২০১ জন এবং পরীক্ষা হয় ১৪ হাজার ২৪৫টি। ৫ই জুলাই শনাক্তের হার ১৯ দশমিক ৫৭ শতাংশ। শনাক্ত হন ২ হাজার ৭৩৮ জন এবং পরীক্ষা হয় ১৩ হাজার ৯৮৮টি। ৪ঠা জুলাই শনাক্তের হার ছিল ২২ দশমিক ৩৩ শতাংশ। শনাক্ত হন ৩ হাজার ২৮৮ জন এবং পরীক্ষা হয় ১৪ হাজার ৭২৭টি। ৩রা জুলাই শনাক্তের হার ২১ দশমিক ২৬ শতাংশ শনাক্ত হন ৩ হাজার ১১৪ জন এবং পরীক্ষা হয়  ১৪ হাজার ৬৫০টি। ২রা জুলাই শনাক্তের হার ২১ দশমিক ৮৯ শতাংশ। এই দিন শনাক্ত হন ৪ হাজার ১৯ জন এবং নমুনা পরীক্ষা হয়েছিল ১৮ হাজার ৩৬২টি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status