বাংলারজমিন

বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে নিহত ১

বান্দরবান প্রতিনিধি

১২ জুলাই ২০২০, রবিবার, ৮:৩১ পূর্বাহ্ন

 বান্দরবান সদর উপজেলার বাঘমারা এলাকার সন্ত্রাসীদের গুলিতে ছয়জনের নিহতের ঘটনার রেস না কাটতেই এবার রোয়াংছড়ি উপজেলাতে সন্ত্রাসীদের গুলিতে মা নিহত ও তার ৭ বছরের শিশু আহত হয়েছে। শুক্রবার বিকেল পাঁচটার দিকে রোয়াংছড়ি উপজেলার আলেক্ষ্যং ইউনিয়নের শামুখঝিরি এলাকায় এ ঘটনা ঘটে। আহত শিশুকে শুক্রবার রাত ২টার দিকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাঙায়া তঞ্চঙ্গ্যার বলেন, শুক্রবার বিকেল পাঁচটার দিকে নিজেদের জুমের (পাহাড়ে বিশেষ কায়দায় চাষ) কাজ শেষ করে শামুখঝিরি এলাকা থেকে নাটিংছড়ি পূর্ণবাসন পাড়ার বাড়িতে ফিরছিলেন। তাঁর প্রাকৃতিক ডাক আসলে তিনি তাঁর স্ত্রী শান্তিমালা তঞ্চঙ্গ্যা (২৮) ও তার ছেলে অর্জুন তঞ্চঙ্গ্যাকে (৬) সামনে আগাতে বলেন। তিনি প্রাকৃতিক ডাকে রাস্তার পাশের দাঁড়িয়ে পড়েন। তাঁর স্ত্রী ও সন্তান কিছুদূর যাওয়ার পর গুলির শব্দ শুনতে পান। তিনিও জঙ্গলে লুকিয়ে পড়েন। তিনি সামনের দিকে না গিয়ে উল্টো পথে বাড়ি ফিরেন। সেনাবাহিনী ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে রোয়াংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে অবস্থার অবনতি হলে তাঁর সন্তানকে রাতে রোয়াংছড়ি থেকে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা বলেন, স্বজন ও প্রতিবেশিদের কাছ থেকে জানতে পেরেছি ঘটনার পর রাতে আহত মা ও শিশুটিকে প্রথমে রোয়াংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে মা মারা যায়। পরে শিশুটিকে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রোয়াংছড়ি থানা ওসি তৌহিদ কবীর জানান, শুক্রবার ৫টার দিকে ঘটনা এটি। রাতে সেনাবাহিনীর সহায়তায় আহত মা ও শিশুটিকে রোয়াংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর মা মারা যায়। কারা তাদেরকে গুলি করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। উল্লেখ, গত ৯ জুলাই মঙ্গলবার বান্দরবান সদর উপজেলা রাজবিলা ইউনিয়নের বাঘমারা বাজার পাড়া এলাকায় সন্ত্রাসীদের গুলিতে ঘটনাস্থলে জনসংহতি সমিতি’র (জেএসএস) সংস্কারের ছয় নেতাকর্মী নিহত হয়। এদিকে বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (সংস্কারপন্থী) ৬ নেতাকর্মী হত্যাকান্ডের ঘটনায় সন্তু লারমা নেতৃত্বাধীন জেএসএএসের স্থানীয় পর্যায়ে ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০ বিরুদ্ধে মামলা করলেও এখনো এ হত্যাকান্ডের সাথে জড়িত কাউকে আটক করতে পারিনি আইনশৃখলা বাহিনী।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status