বাংলারজমিন

কমলগঞ্জে করোনায় আটকে পড়া মধ্যপ্রাচ্য প্রবাসীদের কর্মস্থলে ফেরার আকুতি

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

১১ জুলাই ২০২০, শনিবার, ৭:৪০ পূর্বাহ্ন

প্রবাসী অধ্যুষিত কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নে করোনায় আটকে পড়া মধ্যপ্রাচ্যের প্রবাসীরা প্রবাসের কর্মস্থলে ফিরে যেতে সরকারের সহায়তা চেয়েছেন। শনিবার দুপুরে স্থানীয় এক কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ সহায়তার দাবী জানান।
সংবাদ সম্মেলনে দুবাই, কুয়েত, কাতার, ওমান, আরব-আমিরাত, বাহরাইন, সৌদিআরব, মালয়েশিয়া সহ মধ্যপ্রাচ্যের আটকে পড়া ৬০ জন প্রবাসী উপস্থিত ছিলেন। এদের মধ্যে কারো ভিসার মেয়াদ, কারো টিকেটের মেয়াদ, কারো একামার মেয়াদ উত্তীর্ণ হয়ে পড়ায় তারা ভোগান্তি ও ঋণগ্রস্ত হওয়ার চরম দুর্ভোগে পড়েছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। প্রবাসীরা বলেন, পরিবার-পরিজন ও সংসারের হাল ধরতে বিভিন্ন সময়ে তারা কাতার, আরব-আমিরাত, বাহরাইন, ওমান, কুয়েত, সৌদিআরব, মালয়েশিয়া সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে শ্রমিক হিসেবে গমন করেন। দীর্ঘদিন ধরে উল্লেখিত দেশ সমুহে কাজ করে উপার্জিত আয়ের একটি বড় অংশ দেশে পাঠিয়ে পরিবার ও সংসারের ভরণপোষন চালিয়ে যাচ্ছেন। তাদের শ্রমঘামে উপার্জিত আয় থেকে প্রেরিত রেমিটেন্সে সরকারের কোষাগারে রাজস্ব আয়েরও অংশীদার হিসাবে অবদান রেখে আসছেন। তারা করোনার পূর্বে দেশে ছুটিতে এসে করোনা মহামারীর কারণে কমলগঞ্জে প্রায় সহস্রাধিক প্রবাসীরা আটকা পড়েন। এর ফলে অনেকের ভিসার মেয়াদ উত্তীর্ণ, কারো টিকেটের মেয়াদ উত্তীর্ণ, আবার কারো একামার মেয়াদ উত্তীর্ণ হওয়া সহ বর্তমানে নানা জটিলতায় প্রবাসের কর্মস্থল দেশ সমুহে ফিরে যেতে পারছেন না। এই ফলে অনেকেই ব্যাপক ঋণগ্রস্থ হওয়ায় চরম দুর্ভোগের মধ্যে দিনাতিপাত করছেন। সংবাদ সন্মেলনে প্রবাসীরা বলেন, বিদেশে সম্মানের সাথে চাকির করে আসলেও দেশে এসে চলমান করোনায় আটকা পড়ায় তাদের কফিলরা প্রবাসে ফিরে যাওয়ার জন্য বারবার যোগাযোগ করলে তারা বিভিন্ন ট্রেভেলস এজেন্সির সাথে যোগাযোগ করলে সেখানে তারা সঠিক কোন তথ্যাদি পাচ্ছেন না। ফিরত টিকেট থাকার পরও এসব প্রতিষ্ঠান প্রচুর টাকা দাবি করছে বলে প্রবাসীরা অভিযোগ করেন। প্রবাসীরা জানান, একদিকে অর্থাভাব অপরদিকে এনজিওসহ বিভিন্ন ঋণের ভারে জর্জরিত হয়ে পড়ছেন। এনজিও ঋণ ও ব্যক্তিগত ঋণ ছাড়াও কর্মক্ষেত্রে চাকুরিচ্যুত এসব নানা দুশ্চিন্তায় আতঙ্কিতভাবে সন্তানাদি ও পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। দেশে থাকাকালীন
সময়ে প্রবাসী পরিবার সমুহকে প্রণোদনাসহ সহজ শর্তে ব্যাংক ঋণ প্রদানের জন্য সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা সরকারের প্রতি জোর দাবি জানান। সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বিষয়ে গত ৬ জুলাই কমলগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকতার্র মাধ্যমে তারা প্রবাসী কল্যাণ ও
বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর কাছে লিখিত অভিযোগ করা হয়েছে।
 সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দুবাই প্রবাসী আহমদ আলী। সংবাদ সম্মেলনে  নানা সমস্যার কথা তুলে ধরে বক্তব্য রাখেন কুয়েত প্রবাসী অমর মাহমুদ আনছারী, দুবাই প্রবাসী আব্দুল হান্নান,ওমান প্রবাসী সোহেল আহমদ, কাতার প্রবাসী মতিউর রহমান, মালেশিয়া প্রবাসী মুকুল মিয়া, সমাজ সেবক, তোয়াবুর রহমান, আনোয়ার খাঁন, কবি জয়নাল আবেদীন প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status