বাংলারজমিন

কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে যুবক নিহত

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

১১ জুলাই ২০২০, শনিবার, ৫:৫৩ পূর্বাহ্ন

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় সশস্ত্র খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরো এক বাংলাদেশী। শনিবার দুপুরে কোম্পানীগঞ্জের উৎমা এলাকায় এ ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়নের ৪৮ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল আহমেদ ইউসুফ জামিল, পিএসসি।
স্থানীয়রা জানায়- দুপুরে স্থানীয় লামাগ্রামের বাসিন্দা বাবুল হোসেন ও কয়েছ মিয়া সীমান্তের ১২৫৭/৯ এস সংলগ্ন পিলারের নিকটবর্তী এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে চুরি কওে আনারস আনতে যায়। এ সময় তাদের দেখে ভারতীয় খাসিয়ারা গুলি ছুড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে যারা যান লামা গ্রামের আমির হোসেনের ছেলে বাবুল মিয়া। গুলিবিদ্ধ লামাগ্রামের চান মিয়ার ছেলে কয়েস মিয়া পলাতক থেকে চিকিৎসা নিচ্ছে।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লে: কর্ণেল আহমেদ ইউসুফ জামিল, পিএসসি জানিয়েছেন- সীমান্তে এই মুহূর্তে অবৈধ চলাচল রোধকল্পে করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যেও সীমান্তে টহল এবং নজরদারী অব্যাহত রয়েছে। সীমান্তবর্তী এলাকার বাংলাদেশী নাগরিকদের অবৈধভাবে প্রবেশ না করার জন্য বারবার অনুরোধ জানানো হয়েছে। এ ব্যাপারে সামাজিক সচেতনতা বাড়াতে বিজিবি সহ প্রশাসন কাজ করছে বলে জানান তিনি।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status