অনলাইন

এক সপ্তাহের জন্য ইউএস-বাংলার ফ্লাইট বন্ধ করল চীন

অনলাইন ডেস্ক

১১ জুলাই ২০২০, শনিবার, ১০:০২ পূর্বাহ্ন

ইউএস-বাংলা এয়ারলাইন্সের সব ফ্লাইট এক সপ্তাহের জন্য বাতিল করেছে চীনের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। বাংলাদেশ থেকে চীনের গুয়াংঝুগামী ফ্লাইটে করোনায় আক্রান্ত ৫জন রোগী পাওয়ায় এ সিদ্ধান্ত নেয় চীন।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ শাখার জিএম মো. কামরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শুক্রবার চীনের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের আদেশটি ইউএস-বাংলা এয়ারলাইন্স আনুষ্ঠানিকভাবে হাতে পেয়েছে। গত ২৭শে জুন ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট চীনের শতাধিক নাগরিক নিয়ে গুয়াংঝু গেলে যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেয়া হয়। পরে পরীক্ষায় পাঁচজন যাত্রীর করোনাভাইরাস ‘পজিটিভ’ আসে। এরপর ৬ থেকে ১২ই জুলাই পর্যন্ত চীনে ইউএস-বাংলা এয়ারলাইন্সের গুয়াংঝুগামী সব ফ্লাইট বাতিল করা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status