বাংলারজমিন

ইন্দুরকানীতে স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতির বিরুদ্ধে নাশকতার অভিযোগ

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি

৯ জুলাই ২০২০, বৃহস্পতিবার, ৬:২৪ পূর্বাহ্ন

ইন্দুরকানীতে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের  ভারপ্রাপ্ত সভাপতির বিরুদ্ধে জামায়াতশিবির ক্যাডার সহ বিভিন্ন হত্যাও নাশকতার সাথে জড়িত থাকার অভিযোগ । বৃহস্পতিবার দুপুরে ইন্দুরকানী প্রেসক্লাব  উপজেলা স্বেচ্ছাসেবকলীগের ১নং যুগ্ন আহ্বায়ক মো. আরিফুর রহমান টুটুল এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন।
অভিযোগে বলা হয়, গত ২০ জানুয়ারী  পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শফিউল হক মিঠু  ও যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম শিকদারের যৌথ স্বাক্ষরিত চিঠিতে দেখা যায় সংগঠনের সহ-সভাপতি এম এম ওবাইদুল্লাহ কে  হঠাৎ ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়। কিন্তু  ইন্দুরকানী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের পূর্নাঙ্গ কমিটিতে ওবাইদুল্লাহর নাম  ছিল না।  পরে গঠিত আহবায়ক কমিটিতেও তার নাম নেই।
 ওবাইদুল্লাহ জামাত শিবিরের সন্ত্রাসী  ও নাশকতার  পরিকল্পনার নের্তৃত্বে ছিলেন। তার বিরুদ্ধে যুবলীগ  ওয়ার্ড সাধারণ সম্পাদক  স্বপন শীলকে হত্যা, আরেক যুবলীগ নেতার আকমন সরদারের  চক্ষু তোলা, উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে অগ্নিসংযোগ সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ  রয়েছে ওই মামলায় সে দীর্ঘদিন জেলে ও ছিলেন। হঠাৎ তাকে দলের ত্যাগী নেতা কর্মীকে উপেক্ষা করে ভারপ্রাপ্ত সভাপতি করায় দলের তৃণমুল নেতা কর্মীরা ক্ষুব্দ।

 অভিযুক্ত ওবাইল্লাহ জানান, আমি বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ এর খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক পদে আছি। আমাকে পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক ও যুগ্ন আহবায়ক  গত ২০১৯ সালের ৯ সেপ্টেম্বর  উপজেলা স্বেচ্ছাসেবকলীগের  কমিটিতে সহ-সভাপতির শূন্যপদে কো-অপ্ট করে । পরবর্তীতে অত্র কমিটির সভাপতি মাহমুদুর রহমান সোহেল সভাপতির পদ থেকে পদত্যাগ করলে আমাকে  এ বছর ২০ জানুয়ারী  জেলা কমিটি ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে সংগঠন পরিচালনার দায়িত্ব দেয়।

 ওই  সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধার সম্পাদক শাহীন গাজী, যুগ্ন সাধারন সম্পাদক ইকরামুল শিকদার, সাংগঠনিক সম্পাদক আবুবকর সিদ্দিক লাভলু, সাবেক ছাত্রলীগের সাধারন সম্পাদক সাইফুর রহমান সোহাগ, স্বেচ্ছাসেবক লীগ নেতা কালাম, সুমন প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status