অনলাইন

ঈদের আগেই বেতন-বোনাস দাবি শিক্ষক-কর্মচারীদের

স্টাফ রিপোর্টার

৯ জুলাই ২০২০, বৃহস্পতিবার, ৪:২৬ পূর্বাহ্ন

ঈদুল আজাহার আগেই জুলাই মাসের বেতন ও পূর্ণাঙ্গ ঈদ বোনাস দেয়ার জোর দাবি জানিয়েছেন জাতীয় শিক্ষক ফোরাম। তারা উল্লেখ করেন, করোনা ভাইরাস মহামারিতে বেসরকারি পাঁচ লাখ শিক্ষক-কর্মচারী মানবেতর জীবন-যাপন করছেন।

বৃহস্পতিবার জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান এবং সেক্রেটারি জেনারেল মাওলানা এবিএম জাকারিয়া এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, বেসরকারি পাঁচ লাখ শিক্ষক-কর্মচারীরা মানবেতর জীবন-যাপন করছেন। বৈশ্বিক মহামারি করোনার দুঃসময়ে প্রতিষ্ঠান প্রদত্ত সুযোগ সুবিধা প্রায় বন্ধ। কারণ প্রতিষ্ঠানের আয়-ইনকামও বন্ধ। এক্ষেত্রে শিক্ষক-কর্মচারীরা অপেক্ষার প্রহর গুণে কখন বেতন-ভাতার সরকারি অংশ কখন ছাড় হবে? আজ ৯ই জুলাই বেতন-ভাতা ছাড়ের কোনো খবর নেই। জাতীয় শিক্ষক ফোরাম এমতাবস্থায় গভীর উদ্বেগ ও উৎকন্ঠা প্রকাশ করছে। একদেশে শিক্ষা ক্ষেত্রে দুই নীতি চলতে পারে না। সরকারি-বেসরকারি এ বৈষম্য দূর করতে হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status