বাংলারজমিন

শ্রীপুরে মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

৯ জুলাই ২০২০, বৃহস্পতিবার, ৮:৩২ পূর্বাহ্ন

গাজীপুরের শ্রীপুরের দক্ষিণ ধনুয়া গ্রামে এক শহীদ মুক্তিযোদ্ধার সন্তানের  পৈতৃক সম্পত্তির অধিকার বঞ্চিত করার অভিযোগ উঠেছে চাচাদের বিরুদ্ধে। এ বিষয়ে মুক্তিযোদ্ধার একমাত্র সন্তান নাসিমা আক্তার বাদী হয়ে চাচা ও চাচাতো ভাইদের বিরুদ্ধে শ্রীপুর থানায় অভিযোগ দিয়েছেন।
নাসিমা আক্তার বলেন, দাদা মারা যাওয়ার পর থেকেই তার চাচারা তার সম্পত্তি হরণের চেষ্টা চালায়। সম্প্রতি স্থানীয় প্রভাবশালী এক নেতার যোগসাজশে তার চাচা বাদশা মিয়া এই জমি অন্যত্র বিক্রি করার প্রসু্ততি নেয়। তার জমি মাপজোখ করে খুঁটিও পোঁতা হয়। এ খবর পেয়ে তিনি গত  রোববার (৫ই জুন) জমিতে গেলে তাকে মারধর করেন তার চাচাতো ভাইয়েরা। এ সময় তার পরিধেয় স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়া হয়। স্থানীয়দের সহায়তায় আহত হয়ে তিনি বাড়ি ফিরে এসে থানায় অভিযোগ করেন। তিনি আরো জানান, তাকে মারধর করেই ক্ষান্ত হননি চাচাতো ভাইয়েরা। ফের জমিতে গেলে মেরে ফেলারও হুমকি দেয়া হয়েছে। এমন অবস্থায় নিরাপত্তাহীনতায় এক স্বজনের বাড়িতে আছেন তিনি। অভিযুক্ত বাদশা মিয়ার ভাষ্য- তার ভাতিজি কোনো ধরনের জমি পান না। আমাদের জমি আমরা বিক্রি করছি। তার শহীদ মুক্তিযোদ্ধা ভাইয়ের জমি কোথায় এ বিষয়ে তিনি অসংলগ্ন কথাবার্তা বলতে শুরু করেন। যদিও নাসিমার অপর চাচা রহিমের বক্তব্য তারা ছোটকাল থেকেই তার অসহায় নাসিমাকে লালন-পালন করে বড় করেছেন। এখন তার সহায় সম্পত্তি বুঝিয়ে দেয়ার জন্য অপর ভাই (বাদশা)কে বলার পরও তিনি জমি বুঝিয়ে দিচ্ছেন না। তিনি কেন এমন করছেন- তা বোধগম্য নয়।
এ বিষয়ে অভিযোগের তদারকি কর্মকর্তা শ্রীপুর থানার উপ-পরিদর্শক শুক্কুর আলী জানান, ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত করা হচ্ছে। যেহেতু জমি সংক্রান্ত বিষয় কাগজপত্র সহ থানায় ডাকা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status