বাংলারজমিন

ওসমানীর আউটসোর্সিং কর্মচারীদের চাকরি বহালের দাবিতে অনশন

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

৮ জুলাই ২০২০, বুধবার, ৮:১৫ পূর্বাহ্ন

সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োজিত ৪র্থ শ্রেণীর কর্মচারীদের চাকরি বহালের দাবিতে অনশন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার সকাল ১০ থেকে সাড়ে ১১টা পর্যন্ত তারা ৪ দফা দাবিতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনশন কর্মসূচি পালন করে। তাদের ৪ দফা দাবির মধ্যে আছে- আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োজিত ৮২ জন কর্মচারীদের চাকুরী বহাল রাখা, চাকরি রাজস্বখাতে স্থায়ীকরণ ও জাতীয়করণ করা, করোনায় ঝুঁকি ভাতা প্রদান করা এবং করোনায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করা। অনশন কর্মসূচিতে চম্পক দাসের সভাপতিত্বে ও শহীদুল ইসলামের পরিচালনায় সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোটের সিলেট জেলা সমন্বয়ক ও বাসদ (মার্কসবাদী) জেলা আহবায়ক উজ্জ্বল রায়, বাম গণতান্ত্রিক জোটের অন্যতম নেতা ও বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য হুমায়ুন রশীদ সোয়েব, বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পাল, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের আহবায়ক মোখলেছুর রহমান, ছাত্র ইউনিয়নের জেলা সাধারণ সম্পাদক নাবিল এইচ, ছাত্র ফ্রন্ট নগর সভাপতি সঞ্জয় কান্তি দাস। আন্দোলনকারীদের মধ্যে বক্তব্য রাখেন ফারজানা ইসলাম, সুজন মিয়া, সুমন দাস, ওয়াসিম খান, মাসকুদা আক্তার, উষা রানী দাশ প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status