বাংলারজমিন

পার্বতীপুরে প্রতিবন্ধী শিশুদের ত্রাণ বিতরণ

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

৮ জুলাই ২০২০, বুধবার, ৪:৫২ পূর্বাহ্ন

দিনাজপুরের পার্বতীপুরের প্রতিবন্ধী শিশু শিক্ষার্থী পরিবারের মাঝে ত্রাণ ও মৌসুমী ফল বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার বেলা ১১টায় শহরের আলোর পথে প্রতিবন্ধী বিদ্যালয়ের ৮০ জন প্রতিবন্ধি শিশু শিক্ষার্থী পরিবারের মাঝে ত্রাণ ও মৌসুমী ফল বিতরণ করে ৬৬ পদাতিক ডিভিশন এর ১৬ পদাতিক ব্রিগেড খোলাহাটি অধীনস্থ ৩৬ বীর। এ বিতরন কর্মসূচির সার্বিক পরিকল্পনা ও তত্ত্বাবধানে ছিলেন ৩৬ বীর এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ আরিফুল ইসলাম হিমেল, পিএসসি।
তিনি বলেন, দুস্থ প্রতিবন্ধী শিশুদের পরিবারকে এ ধরনের ত্রাণ সহযোগীতার পাশাপাশি মৌসুমী ফল প্রদানের এ সুযোগ ১৬ পদাতিক ব্রিগেড ও ৩৬ বীর এর সকল সেনাসদস্যকে ব্যাপক অনুপ্রাণিত করেছে। প্রতিবন্ধী শিশুদের মুখে স্বস্তির এ হাসি সত্যিই এক অসাধারণ অর্জন। ভবিষ্যতেও ৩৬ বীর পার্বতীপুরের সকল মানুষের প্রতি করোনা পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ সহযোগীতা প্রদান করবে বলে আশ্বস্ত করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলোর পথে প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাকিম সরকার, বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী ও স্থানীয় গণমাধ্যম কর্মীবৃন্দ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status