খেলা

ইব্রাহিমোভিচের কাছে রোনালদোর এমন হার!

স্পোর্টস ডেস্ক

৮ জুলাই ২০২০, বুধবার, ৯:৩৮ পূর্বাহ্ন

দুই গোলে পিছিয়ে পড়েও দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখল এসি মিলান। মঙ্গলবার রাতে ইতালিয়ান সিরি আ’য় ৪-২ গোলে জুভেন্টাসকে হারিয়েছে মিলান। টানা সাত ম্যাচ পর লীগে হারের স্বাদ পেলো মাউরিসিও সারির দল। অন্যদিকে ২০০৬ সালের পর সিরি আ’য় জুভেন্টাসকে হারাল এসি মিলান।



সব কটি গোল হয়েছে দ্বিতীয়ার্ধে। ম্যাড়মেড়ে প্রথমার্ধে রোনালদোরাই অবশ্য বেশি ভয়ঙ্কর ছিলেন গোলের সামনে। পাওলো দিবালা, ম্যাথিয়াস ডি লিখটরা ছিলেন না নিষেধাজ্ঞার কারণে। গঞ্জালো হিগুয়াইন ও  ড্যানিয়েল রুগানিরা নিয়েছিলেন তাদের জায়গা। দুইজনের অভাবই পরে টের পেয়েছে জুভেন্টাস। বিরতির পর ১০ মিনিট না যেতেই আদ্রিয়ান রাবিও ও ক্রিস্টিয়ানো রোনালদোর লক্ষ্যভেদে দুই গোলের লিড পায় জুভেন্টাস। এরপর ৫ মিনিটের ব্যবধানে পালটে গেল সবকিছু। জ্লাতান ইব্রাহিমোভিচ পেনাল্টি থেকে গোল করে এক গোল শোধ দিয়েছিলেন, পরে জুভেন্টাসকে গুনে গুনে আরও ৩ গোল দিয়েছে মিলান। তিন গোলদাতা হলেন আইভরিয়ান মিডফিল্ডার ফ্রাঙ্ক কেসি, পর্তুগিজ ফরোয়ার্ড রাফায়েল লিয়াও এবং ক্রোয়াট ফরোয়ার্ড আন্তে রেবিচ। জুভেন্টাসের জালে সবশেষ এক ম্যাচে মিলান ৪ গোল করতে পেরেছিল ১৯৮৯ সালে।

মিলানের কাছে হেরেও খুব বেশি ক্ষতি হয়নি জুভেন্টাসের (৭৫ পয়েন্ট)। শীর্ষস্থান অক্ষুন্নই রয়েছে তাদের। ‍দ্বিতীয় স্থানে থাকা লাজিওকে ২-১ গোলে হারিয়েছে লেসে। লাজিওর সংগ্রহ ৬৮ পয়েন্ট।

আগের ম্যাচে লাজিওকে হারিয়েছিল এসি মিলান। এবার জয় তুলে নিল জুভেন্টাসের বিপক্ষে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলকে হারিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে মিলান (৪৯ পয়েন্ট)।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status