খেলা

স্থগিত হচ্ছে বিশ্বকাপ, আইপিএল নিয়ে পরিকল্পনা শুরু ভারতের

স্পোর্টস ডেস্ক

৬ জুলাই ২০২০, সোমবার, ২:১৮ পূর্বাহ্ন

 

করোনাভাইরাসের কারণে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হওয়ার শঙ্কা সত্যি হতে চলেছে। এ সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসবে- এমন খবর দিয়েছে ডেইলি টেলিগ্রাফ অস্ট্রেলিয়া। রিপোর্টার বেন হর্ন জানান, অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হওয়ায় আইপিএলের দরজা খুলবে। বিদেশের মাটিতে আসরটির ১৩তম সংস্করণ অনুষ্ঠিত হবে বলে দাবি বেন হর্নের। সেক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাত অথবা শ্রীলঙ্কাকে ভাবনায় রেখেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

ডেইলি টেলিগ্রাফের ওই রিপোর্টে বলা হয়েছে, শুক্রবার মিটিংয়ে বসবেন আইসিসির শীর্ষ কর্তারা। এ বছরের স্থগিত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ কবে খেলা হবে, সেটি নির্ধারণ নাও হতে পারে ওই মিটিংয়ে। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ২০২১ সালের অক্টোবরে আয়োজন করতে চায় আসরটি। সমস্যা হলো আগামী বছর আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে, যেটির আয়োজক ভারত। এতে অস্ট্রেলিয়ার আসরটি ২ বছর পিছিয়ে যেতে পারে।

রিপোর্টার বেন হর্ন আরো জানিয়েছেন, সেপ্টেম্বরের মাঝামাঝিতে ইংল্যান্ডে লিমিটেড ওভারের সিরিজ খেলতে যাবে অস্ট্রেলিয়া। সিরিজ খেলার পরিকল্পনা মূলত আইপিএলকে ঘিরে। যদি আইপিএলের দিনক্ষণ ঠিক হয়, তখন ইংল্যান্ড থেকে এশিয়া অথবা মধ্যপ্রাচ্যে (যেখানে অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট) ক্রিকেটারদের যাওয়া সুবিধা হবে। কোয়ারেন্টিনের ঝামেলাও অনেকটা এড়ানো সম্ভব হবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হবে কি না এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত না জানানোয় এর আগে আইসিসির সমালোচনা করেছিল বিসিসিআই। আজ (সোমবার) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে স্থগিতের ঘোষণার অপেক্ষায় না থেকে আইপিএল নিয়ে পরিকল্পনা শুরু করে দিয়েছে বিসিসিআই। বোর্ড কর্মকর্তা অরুণ দুমালের বক্তব্য, ‘বছরটা শুরু হয়েছে ভয়ঙ্করভাবে। দুর্দশা থেকে ‍মুক্তি মিলছে না সহসাই। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আমাদেরও কিছু বিষয় মাথায় রাখতে হবে। যেন আমরা যেকোনো পরিণামের জন্য নিজেদের প্রস্তুত রাখতে পারি। ক্রিকেটের ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। বিসিসিআইয়ের এখনই সময় বছরটা সামনে রেখে পরিকল্পনা নেয়া।’  

 

 

 
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status