বাংলারজমিন

সিরাজগঞ্জে আহত ছাত্রলীগ নেতা এনামুলের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি

৬ জুলাই ২০২০, সোমবার, ৮:২৯ পূর্বাহ্ন

 ৯দিন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থেকে অবশেষে মারা গেলেন সিরাজগঞ্জে দলীয় কোন্দলের কারণে প্রতিপক্ষের মারপিটে আহত ছাত্রলীগ নেতা এনামুল হক বিজয়। এদিকে, হত্যাকান্ডের প্রতিবাদে জেলা ছাত্রলীগের একাংশের নেতারা প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করেছে।  জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক প্রকৌ: আব্দুল্লাহ বিন আহম্মেদ জানান, গতকাল সকাল ১১টার দিকে লাইফ সার্পোট খুলে দেয়ার পর চিকিৎসকরা এনামুলকে মৃত্যু ঘোষণা করেন। এনামুলের মৃতদেহ সিরাজগঞ্জ পৌছার পর আজই তাকে তার গ্রামের বাড়িতে জানাযা শেষে দাফন করা হবে। এই হত্যাকান্ডের নিন্দা জানিয়ে আব্দুল্লাহ আরও বলেন, জানাযা ও দাফন কার্যক্রম শেষ করে এ ঘটনার প্রতিবাদে আজই ছাত্রলীগের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করা হবে।
এদিকে, এনামুলের মৃত্যুর সংবাদ পৌছার পর এ হত্যাকান্ডের প্রতিবাদে জেলা ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে প্রায় ২ ঘন্টাব্যাপী শান্তিপূর্ণভাবে প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ কর্মসূচি পালন করে।
কর্মসুচিতে সংহতি প্রকাশ করে দেয়া বক্তব্যে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু ইউসুফ সুর্য্য বলেন, জামায়াত-বিএনপি থেকে আসা হাইব্রিড নেতাকর্মীরা পরিকল্পিতভাবে এনামুল হক বিজয়কে হত্যা করেছে। আমরা এ বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় আওয়ামীলীগ ও ছাত্রলীগসহ অন্যান্য সংগঠনকে অবগত করেছি। তারা ঘটনার জন্য নিন্দা জানিয়েছেন। আমরা বিশ্বাস করি যারা নির্মম এই হত্যাকান্ডের সাথে জড়িত এবং মদদদাতা সবাই শাস্তি পাবে।এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী ইসহাক আলী, যুগ্ন সম্পাদক আব্দুল বারী সেখ, প্রচার সম্পাদক শামসুজ্জামান আলো, সাংগঠনিক সম্পাদক সেলিম আহম্মেদ প্রমুখ নেতৃবৃন্দ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status