খেলা

‘হেরে আমাদের কাছে মাফ চাইতো ভারতের ক্রিকেটাররা’

স্পোর্টস ডেস্ক

৫ জুলাই ২০২০, রবিবার, ১২:৪৮ অপরাহ্ন

ভারত-পাকিস্তান দ্বন্দ্ব যেন আরও উসকে দিলেন শহীদ আফ্রিদি। পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডার একটি ইউটিউব শোতে বলেছেন, ‘আমি সব সময় ভারতের বিপক্ষে খেলতে পছন্দ করতাম। ভারত আর অস্ট্রেলিয়া, দুটি দলকেই ওদের কন্ডিশনে হারানো কঠিন। তবে আমরা ভারতকে এতবার, এতভাবে হারিয়েছি যে প্রায়ই ভারতীয় ক্রিকেটাররা আমাদের কাছে এসে মাফ চাইতো।’ 

ভারতের বিপক্ষে খেলাটা উপভোগ করতেন বলে জানিয়েছে আফ্রিদি। ১৯৯৯ সালে চেন্নাই টেস্টে করা ১৪১ রানের ইনিংসের কথা স্মরণ করে তিনি বলেন, ‘ভারতের বিপক্ষে চাপ নিয়ে খেলতে হতো। কিন্তু ওই চাপ নিতে আমাদের ভালো লাগতো। ওটাই (চেন্নাই টেস্টে) আমার ক্যারিয়ারে স্মরণীয় ইনিংস। আমার ভারতে ওই ম্যাচ খেলতে যাওয়ারই কথা ছিল না। ওয়াসিম আকরাম ভাই নির্বাচকদের কথা পাত্তা না দিয়ে আমাকে দলে নেন। প্রথমে আমাকে দল থেকে বাদ দেয়া হয়েছিল। তবে এটা ভেবে ভালো লাগে যে আমি ওয়াসিম ভাইয়ের মুখরক্ষা করতে পেরেছিলাম।'  

আন্তর্জাতিক ক্রিকেটে হেড-টু-হেড রেকর্ডে ভারতের চেয়ে এগিয়ে পাকিস্তান। ৫৯ টেস্টে ১২ জয়ের বিপরীতে ৯টি হেরেছে তারা। ওয়ানডেতে তফাৎটা আরো বেশি।  ৭৩ জয় ৫৫ হার । ৮০ ও ৯০’র দশকে দাপট ছিল পাকিস্তানের। তবে আফ্রিদির অভিষেকের পরের হিসাব করলে সমান সমান। এই সময়ে সব ফরম্যাটে ১০২ ম্যাচে সমান ৪৭টি করে জিতেছে দু’দল । গত ২০ বছরের হিসাবে ওয়াডেতে এগিয়ে ভারত। এই  সময়ে ২৫ ম্যাচে জয় ও ২৩ ম্যাচে হার দেখেছে তারা। আর শেষ ১০ বছরে ৪ হারের বিপরীতে ভারত জিতেছে ১০টি। এর মধ্যে তিনটি জয় বিশ্বকাপে। এই সময়ে টি-টোয়েন্টিতেও ভারতের কাছে পাত্তা পায়নি পাকিস্তান। ৬ হারের বিপরীতে জয় মাত্র একটি। আফ্রিদির এমন মন্তব্য তাই ক্ষেপিয়ে দিয়েছে ভারতীয়দের। অনেকে বলছেন, ‘করোনা থেকে কিছুটা সুস্থ হয়েই আবার রাজনীতি শুরু করেছে আফ্রিদি।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status