খেলা

ইংল্যান্ডের রিজার্ভ তালিকায়ও নেই মঈন আলী

স্পোর্টস ডেস্ক

২০২০-০৭-০৪



ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। দলে সুযোগ পাননি অলরাউন্ডার মঈন আলী ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। রিজার্ভ তালিকায় রয়েছেন ৯ জন। স্কোয়াডে পেসারদের আধিক্য। স্বীকৃত স্পিনার হিসেবে আছেন কেবল ডমিনিক বেস। আরেক স্পিনার জ্যাক লিচ রিজার্ভ লিস্টে। তবে রিজার্ভ তালিকায়ও জায়গা পাননি অফস্পিন অলরাউন্ডার মঈন আলী । যদিও প্রাথমিক স্কোয়াডে ছিলেন তিনি। নিয়মিত অধিনায়ক জো রুট ব্যক্তিগত কারণে খেলতে পারবেন না প্রথম টেস্ট। আগামী ৮ই জুলাই শুরু হতে যাওয়া ম্যাচটিতে অধিনায়কত্ব করবেন বেন স্টোকস।
স্কোয়াড: বেন স্টোকস (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, জফরা আর্চার, ডমিনিক বেস, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জস বাটলার, জ্যাক ক্রলি, জো ডেনলি, অলি পোপ, ডম সিবলি, ক্রিস ওকস, মার্ক উড।
রিজার্ভ তালিকা: জেমস ব্র্যাসি, স্যাম কারেন, বেন ফোকস, ড্যান লরেন্স, জ্যাক লিচ, সাকিব মাহমুদ, ক্রেইগ ওভারটন, অলি রবিনসন, অলি স্টোন।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status