বিশ্বজমিন
গা শিউরে উঠা এক ভিডিও
মানবজমিন ডেস্ক
২০২০-০৭-০৩
প্রেমের পরীক্ষায় পাস করে গেলেন এক যুগল। নিশ্চিত মৃত্যুর হাত থেকে তারা ফিরে এলেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় লেগুনা বিচে গিয়েছিলেন সদ্য বিবাহিত ওই দম্পতি। সমুদ্রের পানিছোঁয়া একটি পাথরের ওপর দাঁড়িয়ে তারা ছবি তোলায় পোজ দিচ্ছিলেন। ঠিক তখনই আকস্মিকভাবে উঠে আসে এক উত্তাল ঢেউ। সেই ঢেউ আছড়ে পড়ে তাদের গায়ে। তারা তাল হারিয়ে ফেলেন। ততক্ষণে পানির তোড় তাদেরকে ভাসিয়ে নিয়েছে সমুদ্রে নৃত্যরত ঢেউ। তীর থেকে অনেকটা ভিতরে ভেসে যান তারা। তবে একজন অন্যজনকে ছাড়েন নি। জীবনমরণ চেষ্টা চালাতে থাকেন বাঁচার। তাদের চারদিকে গা শিউরে উঠার মতো জলরাশি যেন উদ্দাম নাচছে। তার মাঝে খরকুটোর মতো কোনোমতে ভেসে থাকছেন তারা। অনেক সময় সিনেমায় দেখা যায় এমন দৃশ্য। কিন্তু এটা সত্যি ঘটেছে। আর কিছুটা সময় গেলে হয়তো তাদেরকে পরাজিত হতে হতো। হার মেনে হারিয়ে যেতে হতো অতল পানিতে। ঠিক তখনই ছুটে যান ফায়ারফাইটাররা, লাইফগার্ড। তাদের সহায়তায় এই দম্পতি বহু কষ্টে উঠে আসেন তীরে। এই ঘটনাটি ক্যামেরাবন্দি করেছেন লেগুনা বিচের মন্টাজি হোটেলের কাছের একটি পয়েন্ট থেকে এক পথচারী।