দেশ বিদেশ

টেক্সাসে দ্রুততার সঙ্গে ভয়াবহ রূপ নিয়েছে করোনা

মানবজমিন ডেস্ক

৩০ জুন ২০২০, মঙ্গলবার, ৮:০০ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের টেক্সাসে করোনাভাইরাস ‘দ্রুততার সঙ্গে ভয়াবহ রূপ’ নিয়েছে। গভর্নর গ্রেগ অ্যাবোট রোববার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, গত দু’এক সপ্তাহে গড়ে প্রতিদিন সংক্রমণের সংখ্যা দুই হাজার থেকে বেড়ে কমপক্ষে পাঁচ হাজারে দাঁড়িয়েছে। লকডাউন শিথিল করার পরে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় অনেক রাজ্যে ব্যাপকভাবে করোনা সংক্রমণ দেখা দিয়েছে। সব মিলে যুক্তরাষ্ট্রে এখন করোনা আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ছাড়িয়ে গেছে। মারা গেছেন কমপক্ষে এক লাখ ২৫ হাজার মানুষ। এই হিসাব অন্য যেকোনো দেশের চেয়ে বেশি। বিশ্বজুড়ে এই ভাইরাসে মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে ৫ লাখে।
সংক্রমণ বৃদ্ধির ফলে টেক্সাস, ফ্লোরিডা এবং অন্য রাজ্যগুলোতে বিধিনিষেধ আবার কড়াকড়ি করা হয়েছে। এসব রাজ্যের হাসপাতালগুলো আবার রোগীতে উপচে পড়ার সতর্কতা দেয়া হয়েছে। এ অবস্থায় গ্রেগ অ্যাবোট বলেছেন, উদ্ভূত পরিস্থিতিতে দিনে ৫ হাজার রোগী চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হচ্ছেন। কোভিড-১৯ পরীক্ষায় যতদিন প্রয়োজন বাড়তি চাহিদার কিট  টেক্সাসকে সরবরাহ দেয়ার কথা বলেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। তিনি টেক্সাসের অধিবাসীদের মাস্ক পরার আহ্বান জানিয়েছেন। গ্রেগ অ্যাবোটের সঙ্গে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রে বিশ্বের যেকোনো দেশের চেয়ে বেশি সংক্রমণ হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status