বাংলারজমিন

শেরপুর পৌরসভার ৬৬ কোটি টাকার বাজেট ঘোষণা

শেরপুর প্রতিনিধি

২৯ জুন ২০২০, সোমবার, ৭:৩৫ পূর্বাহ্ন

 নতুন করে কোনপ্রকার করারোপ ছাড়াই বৃহত্তর ময়মনসিংহের প্রাচীনতম শেরপুর পৌরসভায় ২০২০-২০২১ অর্থবছরে ৬৫ কোটি ৮৭ লাখ ১৫ হাজার ৯৪৯ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। ২৯ জুন সোমবার দুপুরে পৌর অডিটোরিয়াম মিলনায়তনে করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে নাগরিক ও সুশীল সমাজসহ স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন ওই বাজেট ঘোষণা করেন। ওইসময় তিনি শহরের বিভিন্ন প্রতিষ্ঠানসহ নাগরিকদের নিয়মিত পৌরকর পরিশোধের পাশাপাশি পৌরসভাকে একটি পরিচ্ছন্ন, নান্দনিক ও গ্রীন সিটি হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।
প্রস্তাবিত বাজেটে পৌরসভার রাজস্ব খাতে ১১ কোটি ৮৯ লাখ ৭৭ হাজার ৩৮৩ টাকা আয় ও ১১ কোটি ৪৫ লাখ ২৬ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে। এছাড়া উন্নয়ন খাতে সরকারি মঞ্জুরি, তৃতীয় নগর পরিচালন, অবকাঠামো উন্নতিকরণ প্রকল্প, ডিপিপি, জলবায়ু প্রকল্প ও মূলধনসহ ৫৩ কোটি ৯৭ লাখ ৩৮ হাজার ৫৬৬ টাকা আয় এবং ওইসব খাতে মোট ৪৭ কোটি ২৪ লাখ ৭০ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে। এতে বাজেটে সর্বমোট ৫৮ কোটি ৬৯ লাখ ৯৬ হাজার টাকা ব্যয় বাদে উদ্বৃত্ত ধরা হয়েছে ৭ কোটি ১৭ লাখ ১৯ হাজার ৯৪৯ টাকা। বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর পরিষদের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন পৌর প্যানেল মেয়র আতিউর রহমান মিতুল ও কাউন্সিলর বাদশা মিয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন, চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি প্রকাশ দত্ত, জেলা মানবাধিকার কমিশনের সভাপতি সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়া, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, জেলা পরিষদ সদস্য এডভোকেট ফারহানা পারভীন মুন্নী প্রমুখ। ওই সময় পৌর মেয়র নাগরিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আব্দুল কাদেরের সঞ্চালনায় প্রস্তাবিত বাজেট অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামছুন্নাহার কামাল, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, প্যানেল মেয়র তৌহিদুর রহমান বিদ্যুৎ ও নাজমা আক্তারসহ অন্যান্য কাউন্সিলর, নির্বাহী প্রকৌশলী দেওয়ান মোঃ রেজাউল করিম, সচিব আবু লায়েস মোঃ বজলুল করিম বাপ্পী, কর্মকর্তা-কর্মচারী সংসদের সভাপতি ফারুক আহমেদ, হিসাব রক্ষক হাছান মাহমুদ শেলীম আলমসহ অন্যান্য কর্মকর্তা এবং বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকসহ টিএলসিসির সদস্য ও সুধীমন্ডলী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত অর্থবছরে (২০১৯-২০২০) ১২৬ কোটি টাকার উচ্চভিলাষী প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হলেও সংশোধিত বাজেট হয়েছিল ৩২ কোটি ৪৩ লাখ ৪৬ হাজার ৪০০ টাকা, যা প্রস্তাবিত বাজেটের চেয়ে প্রায় চার ভাগের এক ভাগ। অন্যদিকে গতবারের সংশোধিত বাজেটের চেয়ে এবারের প্রস্তাবিত বাজেট দ্বিগুণেরও বেশি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status