বাংলারজমিন

মনু নদীর অনুমোদিত প্রকল্প এলাকা পরিদর্শন করলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী

মৌলভীবাজার প্রতিনিধি

২৯ জুন ২০২০, সোমবার, ৭:১৪ পূর্বাহ্ন

মৌলভীবাজারে মনু নদীর বন্যা সমস্যার স্থায়ী সমাধানে সম্প্রতি ৯৯৬ কোটি ২৮ লাখ টাকার প্রকল্প একনেকে অনুমোদন লাভ করেছে। এবছরেই প্রকল্পের কাজ শুরু করতে প্রকল্পএলাকা পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের উত্তর-পূর্ব অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এসএম শহীদুল ইসলাম। সোমবার শহরের চাদনীঘাট বাজনগর উপজেলার কাসিমপুরসহ মনু নদীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি। এসময় সাথে ছিলেন পাউবোর মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী রণেন্দ্র শংকর চক্রবর্তীসহ অন্যান্য কর্মকর্তারা। বিকেলে তিনি কমলগঞ্জের ধলাই নদীর বিভিন্ন বাঁধ এলাকা পরিদর্শন করেন। এসএম শহীদুল ইসলাম এসময় জানান, এই বছরেরই প্রকল্পের টেন্ডার শেষ করে কাজ শুরু করা হবে। এই কাজ শেষ হলে সাধারণতো এই এলাকায় আর বন্যা হবেনা। ২০১৮ সালে মৌলভীবাজারে ভয়াবহ বন্যার পর পাউবো ‘মনু নদীর ভাঙন হতে মৌলভীবাজার জেলা সদর, রাজনগর ও কুলাউড়া উপজেলা রক্ষা’ প্রকল্প নামে বড় আকারের একটি প্রকল্প গ্রহণ করে। প্রকল্পটি পরীক্ষা-নিরীক্ষা শেষে গত ২১ জুন একনেকের বৈঠকে অনুমোদন দেয়া হয়। এই প্রকল্পের মাধ্যমে ৩০ দশমিক ২৪ কিলোমিটার সিসি ব্লকের প্রতিরক্ষা কাজ, ৮৫ দশমিক ৯ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ পুনর্বাসন বাঁধ, মৌলভীবাজার শহরের পশ্চিমাঞ্চলের আড়াই কিলোমিটারে নতুন করে আরসিসি ফ্লাড ওয়াল নির্মাণ, শহরের বিদ্যমান ৭৬৬ মিটার ফ্লাড ওয়াল পুনর্বাসন ও উঁচু করা, ১২ দশমিক ১১ কিলোমিটারের চর অপসারণ ইত্যাদি রয়েছে।
প্রকল্প ব্যয় ধরা হয়েছে ৯৯৬ কোটি ২৮ লাখ ৩০ হাজার টাকা। এই প্রথম মনু নদীর বন্যা সমস্যার স্থায়ী সমাধানে এরকম বড় কোনো প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status