অনলাইন

নিহতদের পরিবারের সঙ্গে সমঝোতা করতে ইউনাইটেড হাসপাতালকে হাইকোর্টের নির্দেশ

স্টাফ রিপোর্টার

২৯ জুন ২০২০, সোমবার, ২:৫৭ পূর্বাহ্ন

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে আগুনে পুড়ে মারা যাওয়া ৫ ব্যক্তির আত্মীয়-স্বজনদের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষকে সমঝোতা করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ১২ই জুলাইয়ের মধ্যে তাদের সমঝোতায় আসতে বলা হয়েছে। আজ সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ইউনাইটেড হাসপাতালের পক্ষে ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনিক আর হক।

ব্যারিস্টার অনিক আর হক বলেন, আদালত ১২ই জুলাইয়ের মধ্যে সমঝোতা করতে বলেছেন। এ সময়ের মধ্যে সমঝোতা না হলে ১৩ই জুলাই আদালত পরবর্তী আদেশ দেবেন।

এর আগে গত ১লা জুন রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে আগুনে পাঁচ জনের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। রিটে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার পাশাপাশি হাসপাতালটির লাইসেন্স বাতিল চাওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রেদোয়ান আহমেদ রানজীব ও ব্যারিস্টার হামিদুল মিসবাহ জনস্বার্থে এ রিট দায়ের করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status