করোনা আপডেট

করোনায় আরো ৩৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৫০৪

স্টাফ রিপোর্টার

২৭ জুন ২০২০, শনিবার, ২:৪৩ পূর্বাহ্ন

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩৪ জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৬৯৫ জনে। এছাড়া নতুন করে শনাক্ত হয়েছেন আরো ৩ হাজার ৫০৪ জন । এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ৩৩ হাজার ৯৭৮ জন। আজ শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলাতানা। তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় আরো ১৫ হাজার ৫৯টি নমুনা সংগ্রহ করা হয়। আর আগের নমুনাসহ পরীক্ষা করা হয় ১৫ হাজার ১৫৭টি। এখন পর্যন্ত দেশে মোট পরীক্ষা হয়েছে ৭ লাখ ১২ হাজার ৯৮টি নমুনা। নতুন ১১৮৫ জনসহ মোট সুস্থ হয়েছেন ৫৪ হাজার ৩১৮ জন।নতুন মারা যাওয়া ৩৪ জনের মধ্যে ৩২ জন পুরুষ ও ২ জন নারী। দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় গত ৮ই মার্চ। আর প্রথম মৃত্যু হয় ১৮ই মার্চ। গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানো করোনাভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৯৯ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যাও ৫ লাখ ছুঁই ছুঁই করছে। তবে ৫৩ লাখের বেশি রোগী ইতিমধ্যে সুস্থ হয়েছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status