এক্সক্লুসিভ

করোনার টিকা রাখার শিশি সংকটের আশঙ্কা

মানবজমিন ডেস্ক

১৩ জুন ২০২০, শনিবার, ৮:০৩ পূর্বাহ্ন

করোনাভাইরাসের (কোভিড-১৯) সম্ভাব্য টিকার জন্য পর্যাপ্ত শিশি পাওয়া যাবে না বলে আশঙ্কা করছে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো। এমন আশঙ্কা থেকে প্রতিষ্ঠানগুলো আগেভাগে তাদের সম্ভাব্য টিকার জন্য শিশির সরবরাহ নিশ্চিতের চেষ্টা চালাচ্ছে। এতে শিশি না পাওয়া যাওয়ার সংকট আরো ঘনীভূত হচ্ছে। টিকা রাখার শিশির জন্য বিশেষ গ্লাস প্রস্তুতকারী বিশ্বের সবচেয়ে বড় প্রতিষ্ঠান শট এজি জানিয়েছে, তারা বেশ কয়েকটি শীর্ষ ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠান থেকে শিশি মজুতের অনুরোধ প্রত্যাখ্যান করেছে। প্রতিষ্ঠানটি জানায়, তারা কোনো কার্যকরী টিকা আবিষ্কার হওয়ার আগে কোনো প্রতিষ্ঠানকে প্রতিশ্রুতি দিতে চায় না। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
শট এজি’র প্রধান নির্বাহী ফ্র্যাংক হেইনরিয়ট বলেন, সবশেষে যারা সফল হবে তাদের জন্য আমরা আমাদের দরজা খোলা রাখবো। আমরা গণমাধ্যমে এমন কোনো প্রতিষ্ঠান হিসেবে প্রচার হতে চাই না, যে প্রতিষ্ঠান যারা সেরা টিকাটি প্যাকেজ করতে ব্যর্থ হয়েছে।
এখন অবধি বিশ্বজুড়ে করোনায় নিশ্চিত প্রাণ হারিয়েছেন ৪ লাখ ২১ হাজারের বেশি মানুষ। প্রতিদিন আক্রান্ত হচ্ছেন হাজার হাজার মানুষ। এখন অবধি ভাইরাসটির কোনো কার্যকরী টিকা বা চিকিৎসা পদ্ধতি আবিষ্কার হয়নি। বিশ্বজুড়ে বহু প্রতিষ্ঠান এর টিকা ও ওষুধ আবিষ্কারে কাজ করছে। এর মধ্যে বেশ কয়েকটি মানব দেহে পরীক্ষার পর্যায়ে রয়েছে। কোনো কোনো টিকা কার্যকরী প্রমাণ হওয়ার আগেই কয়েক কোটি ডোজ সরবরাহের চুক্তি করে ফেলেছে। এর মধ্যে অন্যতম অক্সফোর্ড ইউনিভার্সিটির বিজ্ঞানীদের তৈরি একটি টিকা। ওই টিকাটি প্রস্তুত করছে এস্ট্রাজেনেকা। এছাড়া টিকা ও টিকাদান বিষয়ক বৈশ্বিক জোটও (গাভি) ব্যাপক সংখ্যায় টিকা উৎপাদনের প্রস্তুতি নিচ্ছে। কিন্তু তাদের এসব প্রস্তুতি শিশি সরবরাহকারীদের  মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। এস্ট্রাজেনেকার প্রধান পাসক্যাল সরিয়ট; কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশনস (সেপি) এর প্রধান রিচার্ড হ্যাচেট ও বিশ্বজুড়ে ওষুধ প্রস্তুতকারীদের লবি গ্রুপ আইএফপিএমএ’র মহাপরিচালক থমাস সুয়েনি, এরা সকলেই সতর্ক করেছেন, বৈশ্বিক পর্যায়ে টিকাদান কর্মসূচির জন্য পর্যাপ্ত টিকা রাখার শিশির সংকট দেখা দিতে পারে।
শিশি ও সিরিঞ্জ তৈরির জন্য ব্যবহৃত বিশেষ গ্লাস প্রস্তুতকারী বিশ্বের সবচেয়ে বড় প্রতিষ্ঠান শট এজি। গ্লাসের পাশাপাশি বোতল, শিশি ও সিরিঞ্জও তৈরি করে প্রতিষ্ঠানটি। শট জানিয়েছে, তারা যথাসময়ে পর্যাপ্ত শিশি তৈরিতে সক্ষম। কিন্তু তা নিশ্চিতের জন্য তাদের কিছু কঠিন ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে হবে। শটের প্রধান নির্বাহী হেনরিয়ট জানান, প্রতিষ্ঠানটি বিশ্বের শীর্ষ টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো তাদের কাছে ৮০ কোটি থেকে ১০০ কোটি শিশি সরবরাহের চুক্তি করতে চেয়েছিল। তবে তারা সে অনুরোধ প্রত্যাখ্যান করেছে।
শিশি তৈরিকারী অন্য এক শীর্ষ প্রতিষ্ঠান ফ্রান্সের এসজিডি ফার্মা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, শিশি সংকট এড়াতে তারা যথাসম্ভব পদক্ষেপ নেবে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ক্রিস্টোফ নিকোলি বলেন, যেসব গ্রাহকদের সঙ্গে আমাদের বহুদিন ধরে সমপর্ক রয়েছে, তারা কোনো জল্পনামূলক পদক্ষেপ নেবে না বলেই আমাদের বিশ্বাস। তিনি আর জানান, এসডিজি’র ধারণা এই মহামারিতে শিশির চাহিদা অন্যান্য বছরের চেয়ে ৩ শতাংশ বেশি হবে।
এদিকে, শট জানিয়েছে, তারা ১০০ কোটি মাল্টি-ডোজ শিশি প্রস্তুত করতে সকল ধরনের প্রস্তুতি নিচ্ছে। খুব সম্ভবত আগামী বছর বিশ্বজুড়ে টিকাদান কর্মসূচির জন্য এ পরিমাণ শিশির প্রয়োজন হবে। হেনরিয়ট জানান, প্রতিবছর শিশি প্রস্তুতকারী শিল্প থেকে ৫ হাজার কোটি বোরোসিলিকেট কনটেইনার উৎপাদন হয়। এর মধ্যে ১ হাজার ৫০০ কোটি থেকে ২ হাজার কোটি থাকে মেডিক্যাল শিশি।
হেনরিয়ট বলেন, যেদিন কোনো টিকা অনুমোদন পাওয়ার কাছাকাছি থাকবে, আমি নিশ্চিত, সেদিন কেবল আমরা নই, আমাদের প্রতিদ্বন্দ্বীরাও পর্যাপ্ত শিশি সরবরাহ করতে প্রস্তুত থাকবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status