দেশ বিদেশ

মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের হুমকি উ. কোরিয়ার

মানবজমিন ডেস্ক

২০২০-০৬-১২

দুই কোরিয়ার আন্তঃসম্পর্কের বিষয়ে যুক্তরাষ্ট্রকে গলা নামিয়ে কথা বলার জন্য সতর্ক করেছে উত্তর কোরিয়া। তারা আরো বলেছে, দুই কোরিয়ার মধ্যকার সম্পর্কের বিষয়ে মন্তব্য করার মতো কোনো অবস্থান নেই যুক্তরাষ্ট্রের। তাই যদি যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনটা তারা চায় যে মসৃণভাবে হোক তাহলে নিজ স্বার্থ বিবেচনায় তাদের চুপ থাকাটা ভাল হবে ওয়াশিংটনের স্বার্থে। মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার যোগাযোগ স্থগিত করায় হতাশা প্রকাশ করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার এমন কড়া প্রতিক্রিয়া দিয়েছে উত্তর কোরিয়া। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানায় দেশটির যুক্তরাষ্ট্র বিষয়ক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক খোন জং গুন বলেছেন, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি এযাবতকালের মধ্যে সবচেয়ে বাজে অবস্থায় রয়েছে। এ সময়ে যদি তারা উত্তর কোরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে অসতর্কতার সঙ্গে নাক গলানো থেকে বিরত না থাকে, তাহলে অনাকাঙ্খিত পরিস্থিতি আসবে, যা তারা সামাল দিতে পারবে না। সিউলভিত্তিক আসান ইন্সটিটিউট ফর পলিসি স্টাডিস-এর এক গবেষক জেমস কিম বলেন, হুমকি দিলেও মার্কিন নির্বাচন বিঘ্নিত করতে উত্তর কোরিয়া কী করতে পারে তা স্পষ্ট নয়।
উল্টো এই হুমকির কারণে উত্তর কোরিয়ার নেতারা হাসির পাত্রে পরিণত হতে পারেন।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status