এক্সক্লুসিভ

তিন বাহিনীতে আক্রান্ত ৭,৫৮৩

আল-আমিন

১২ জুন ২০২০, শুক্রবার, ৭:৩২ পূর্বাহ্ন

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষা ও সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সদস্যরা। ভাইরাস মোকাবিলায় প্রথম সারির সম্মুখ যোদ্ধা হিসেবে দায়িত্ব পালনকারী পুলিশ, ফায়ার সার্ভিস ও আনসার বাহিনীর এখন পর্যন্ত ৭ হাজার ৫৮৩ জন সদস্য আক্রান্ত হয়েছেন। বাংলাদেশ পুলিশে সর্বোচ্চ ৭ হাজার ২১ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে অনেকেই সুস্থ হয়েছেন। কোনো কোনো সদস্য আছেন এখন চিকিৎসাধীন। কেউ আছেন আইসোলেশনে। দ্বিতীয় সর্বোচ্চ সেবাদানকারী প্রতিষ্ঠান গ্রাম প্রতিরক্ষা বাহিনী আনসারে আক্রান্ত হয়েছে ৪২১ জন।  ফায়ার সার্ভিসে আক্রান্ত হয়েছে ১৪১ জন সদস্য। তারা করোনা আক্রান্ত রোগীদের খোঁজে বের করা, সহযোগিতা পৌঁছে দেয়া এবং করোনায় আক্রান্ত রোগীর মরদেহ কাঁধে করে নিয়ে জানাজা ও দাফন করার মতো ঝুঁকিপূর্ণ কাজ করছেন। এতে তাদের আক্রান্তের হার দিন দিন বাড়ছে। পুলিশ সদরদপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে বাংলাদেশ পুলিশের ৪০৯ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। পুলিশে কর্মরত ১৯ সদস্য মৃত্যুবরণ করেছেন। যার মধ্যে ১৮ জন পুলিশ কর্মকর্তা এবং বাকি একজন সিভিল কর্মকর্তা।

সূত্র জানায়, করোনায় আক্রান্ত পুলিশের সদস্যদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ১ হাজার ৮৫০ জন সদস্য আক্রান্ত হয়েছেন। সুচিকিৎসা ও সুনিবিড় পরিচর্যায় ৩ হাজার ৪৯ জন সদস্য করোনা জয় করেছেন। তারা সুস্থ হয়ে অনেকেই কর্মস্থলে যোগদান করেছেন। পুলিশে গতকাল পর্যন্ত মোট ২ হাজার ৯১৩ জন করোনার উপসর্গ নিয়ে আইসোলেশন ইউনিটে ভর্তি রয়েছে। আক্রান্তদের সংস্পর্শে এসে কোয়ারেন্টিনে রয়েছেন ৮ হাজার ৯০ জন পুলিশ কর্মকর্তা।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা জানান, করোনাভাইরাস ঠেকাতে সুরক্ষা সামগ্রী ও পর্যাপ্ত জীবাণুনাশক সরবরাহ এবং ব্যবহার নিশ্চিত করা হয়েছে।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের সূত্র মতে, ফায়ার সার্ভিসের ১১ কর্মকর্তাসহ ১৪১ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ২ জন কর্মকর্তাসহ ৫৪ জন সুস্থ  হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৮ জনকে হোম কোয়ারেন্টিন বাকি ৭৮ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ৫৪ জন আইসোলেশনে থেকে সুস্থ হয়েছেন। সূত্র জানায়, আক্রান্ত সবার উপর নিবিড়ভাবে নজর রাখা হচ্ছে। কারো যদি স্বাস্থ্যের অবনতি হয় তাহলে হাসপাতালে ভর্তি করা হচ্ছে তাকে।

এদিকে, আনসার ও ভিডিপি সদর দপ্তর সূত্রে জানা গেছে, ৪২১ জন আনসার করোনায় আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত  এক ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ২৪৪ জন সদস্য  সুস্থ হয়েছেন। সুস্থতার হার ৫৮ শতাংশ। করোনায় প্রাণ হারিয়েছেন আনসারের ২ সদস্য। হোম কোয়ারেন্টিনে আছেন ৪৭ জন। ৯৮ জন সদস্য বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ৭৭ জন সদস্য।

ঢাকা শহরে বেশি আনসার সদস্যরা আক্রান্ত হয়েছেন। তারা অনেকেই পুলিশের সঙ্গে মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করেন। এছাড়াও বিভিন্ন সরকারি হাসপাতালে তারা দায়িত্ব পালন করছেন। এতে আনসার সদস্যরা আক্রান্ত হয়েছেন। যেসব সদস্য আক্রান্ত হচ্ছেন তাদের সুচিকিৎসা ও আইসোলেশন নিশ্চত করার জন্য বাহিনীর পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে। 

সূত্র জানায়, যেসব পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তাদের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও বিভাগীয় পুলিশ হাসপাতাল ছাড়াও রাজধানী ঢাকা ও বিভাগীয় শহরে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।  যারা আইসোলেশন আছেন তাদের কাছে খাবার ও ওষুধ সামগ্রী পৌঁছে দিচ্ছে সংশ্লিষ্ট বিভাগগুলো। এছাড়াও ফায়ার সার্ভিসে করোনা মোকাবিলায় সুরক্ষা সামগ্রী দেয়া হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ করছেন তারা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status