এক্সক্লুসিভ

কামরানের অবস্থা কিছুটা ভালো

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

১১ জুন ২০২০, বৃহস্পতিবার, ৮:০৩ পূর্বাহ্ন

 করোনায় আক্রান্ত হওয়া সিলেটের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। তিনি কথা বলতে পারছেন। বুধবার দুপুরে খাবারও খেয়েছেন। তবে- এখনো তার অক্সিজেন সাপোর্ট লাগছে। রাজধানীর সিএমএইচ’র আইসিইউতে রেখে তাকে এ সাপোর্ট দেয়া হচ্ছে। কামরানের সঙ্গে ঢাকায় অবস্থান করা তার ছোট ভাই এনাম আহমদ জানিয়েছেন- সাবেক মেয়রের শারীরিক অবস্থা কিছুটা ভালো। বিকালে তিনি গিয়ে তার সঙ্গে কথা বলে এসেছেন। এখনো তার অক্সিজেন সাপোর্ট লাগার কারণে আইসিইউতেই রেখে দেয়া হয়েছে। গত সোমবার বিকালে করোনা আক্রান্ত কামরানের শরীরে প্লাজমা থেরাপি দেয়া হয়। এখন তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানান এনাম। সিলেটের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান গত দুই মাস ধরে ত্রাণ বিতরণ সহ করোনাকালে অসহায় মানুষের পাশে ছিলেন। ঈদের পরপরই কিছুটা অসুস্থ হলে স্ত্রী আসমা কামরান সহ তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। গত ২৭শে মে’র রিপোর্টে কামরানের করোনা নেগেটিভ ও স্ত্রী আসমা কামরানের পজেটিভ আসে। এরপর থেকে বাসায় নিজ থেকে আইসোলেশনে ছিলেন কামরান। পরবর্তীতে তিনি সর্দি জ্বরে আক্রান্ত হলে গত ৪ঠা মে পুনরায় করোনা পরীক্ষার জন্য তার নমুনা দেয়া হয়। গত শুক্রবার রাতে কামরানের করোনা পজেটিভ রিপোর্ট আসে। ওই রাত থেকে কামরানের শারীরিক অবস্থার অবনতি শুরু হয়। রাতে বাসাতেই তাকে অক্সিজেন সাপোর্ট দেয়া হয়। পরদিন শনিবার এনে ভর্তি করা হয় সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। সেখানে ভর্তির পরও তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রধানমন্ত্রীর নির্দেশে গত রোববার এয়ার এম্বুলেন্সযোগে কামরানকে ঢাকার সিএমএইচ-এ নিয়ে যাওয়া হয়। সোমবার তাকে প্লাজমা থেরাপি দেয়া হয়েছে। এদিকে- সিলেটের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের সুস্থতা কামনা করে ইব্রাহিম স্মৃতি সংসদের পক্ষ থেকে বুধবার বাদ আসর হযরত শাহ্‌জালাল (রহ.) দরগাহে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়া- কামরানসহ করোনা আক্রান্তদের সুস্থতা কামনা করে সাবেক পৌর ও সিটির সাবেক কমিশনারদের উদ্যোগে ভাতালীয়স্থ আব্দুল কাইয়ুম জালালী পংকির কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- সিলেট পৌরসভার সাবেক কমিশনার, ভারপ্রাপ্ত মেয়র ও প্যানেল মেয়র আব্দুল কাইয়ুম জালালী পংকি। উপস্থিত ছিলেন- সাবেক কমিশনার সালেহ আহমদ চৌধুরী, ফারুক আহমদ, হুমায়ুন কবির শাহীন, কামাল মিয়া, আজহার উদ্দিন জাহাঙ্গীর, প্রদীপ ভট্টাচার্য্য, মুজিবুর রহমান মুজিব, শাহজাহান মিয়া, চন্দন রায়, আবু নসর বকুল, শান্তনু দত্ত সন্তু ও আমেনা বেগম রুমি। দোয়া পরিচালনা করেন হাফিজ সামছুল হক ও হাফিজ আব্দুল কাদির।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status