বিনোদন

ফের বিপাকে আনুশকা

বিনোদন ডেস্ক

৭ জুন ২০২০, রবিবার, ১০:৫৭ পূর্বাহ্ন

'পাতাল লোক' নিয়ে আবার বিপাকে বলিউড অভিনেত্রী- প্রযোজক আনুশকা শর্মা। এবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হল 'পাতাল লোক' ওয়েব সিরিজের বিরুদ্ধে। হিন্দু সংগঠনের নেতা দেবদত্ত মাজি জনস্বার্থ মামলা দায়ের করেছেন। 'পাতাল লোক' নিষিদ্ধ করার আর্জি জানিয়ে কেস ফাইল করেছেন হিন্দুত্ববাদী সংগঠনের এই নেতা।
টুইট করে দেবদত্ত মাজি লিখেছেন, 'পাতাল লোক'র স্ক্রিনিং-এর বিষয়ে আমি প্রযোজক-অভিনেত্রী আনুশকা শর্মার নামে জনস্বার্থ মামলা দায়ের করেছি। গতকাল কলকাতা হাইকোর্টের তরফে ভারত সরকারের উদ্দেশে একটি নির্দেশ পাস হয়েছে। পাতাল লোকের স্ট্রিমিং নিয়ে রিট পিটিশনের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়েছে। এই মুহুর্তে সিনে দুনিয়ায় সবচেয়ে চর্চিত সিরিজের নাম আনুশকা শর্মার 'পাতাল লোক'। ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে সম্প্রতি মুক্তি পেয়েছে এই সিরিজটি। বিপুল জনপ্রিয়তায় এখনও শীর্ষস্থানে রয়েছে 'পাতাল লোক'। অভিনয়, গল্প, টানটান থ্রিলারে ক্রিটিকস থেকে অনুরাগী প্রশংসায় পঞ্চমুখ হয়েছে সকলেই। কিন্তু তবু বিতর্কের রেশ থাকছে সমালোচকদের গলায়।
প্রসঙ্গত, 'পাতাল লোক' সিরিজ নিয়ে আনুশকা শর্মার বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছে গেরুয়া শিবিরের একাধিক নেতা। ভারতীয় জনতা পার্টির বিধায়ক নন্দকিশোর গুর্জার সরাসরি অভিযোগ দায়ের করেছে প্রোডিউসার নায়িকার বিরুদ্ধে। যদিও সিরিজে যে ছবি ব্যবহার করা হয়েছে তা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। কিন্তু বিধায়কের দাবি সেই ছবিতে তার মুখ এডিটের সাহায্য যোগ করা রয়েছে। নন্দকিশোর এও জানান যে এই সিরিজের বিষয়বস্তুর মাধ্যমে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর চেষ্টা করেছেন নির্মাতারা। এছাড়াও সিরিজে সিবিআইএর মতো এজেন্সিকে নেতিবাচকভাবে দেখানো হয়েছে সেই মর্মেও আনুশকার বিরুদ্ধে পত্র পাঠান বিজেপির বিধায়ক।
শুধু বিজেপি নয়, পাতাল লোক নিয়ে বিতর্ক জুড়েছে শিখ সম্প্রদায়ও। শিখ চরিত্রদের এই সিরিজে যেভাবে দেখান হয়েছে সে বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দিল্লির শিখ গুরুদ্বার ম্যানেজমেন্ট কমিটির সভাপতি মনজিন্দর সিং সিরসা। তিনি বলেন, তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভাদেকারের বিষয়টি খতিয়ে দেখা উচিত এবং সিরিজটি নিষিদ্ধ করা উচিত।
দিল্লির শিখ সম্প্রদায়ের ন্যায় সিকিমের গোর্খা সম্প্রদায় থেকেও উঠে এসেছে বিরুদ্ধসুর। সিকিমের সাংসদ ইন্দ্র হান সুব্বা জানান যে যেভাবে যৌনতা নিয়ে একটি চরিত্রকে কলঙ্কিত করা হয়েছে তা অনুচিত।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status