বিশ্বজমিন

তুরস্কে ৩ বিরোধী দলীয় এমপিকে গ্রেপ্তার, নিন্দার মুখে এরদোগান সরকার

মানবজমিন ডেস্ক

৬ জুন ২০২০, শনিবার, ৪:০৭ পূর্বাহ্ন

বিরোধি দলের তিন এমপিকে আটক করেছে তুরস্ক। এ নিয়ে বিশ্বজুড়ে নিন্দার মুখে পড়েছে দেশটির প্রেসিডেন্ট এরদোগানের সরকার। পর্যবেক্ষকরা বলছেন, আগাম নির্বাচনের সম্ভাবনাকে সামনে রেখে বিরোধী দলকে রাজনীতির মাঠ থেকে মুছে ফেলতেই তাদের এমপিদের ওপর এমন দমন পীড়ন চালানো হচ্ছে। এ খবর দিয়েছে দ্যা গার্ডিয়ান।
খবরে বলা হয়েছে, গ্রেপ্তারের পূর্বে তাদের পার্লামেন্টের সদস্যপদ বাতিল করা হয়েছে। তাদের বিরুদ্ধে কথিত গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে। এ নিয়ে পার্লামেন্টে উত্তেজনাপূর্ন একটি অধিবেশন চলে বৃহ¯পতিবার। এরমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয় ইস্তাম্বুল থেকে। অপর দুজনকে কারাগারে নেয়া হয় দক্ষিণ-পূর্বা লীয় শহর দিয়ারবকর থেকে। তাদের বিরুদ্ধে কুর্দিদের হয়ে তুরস্ক সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।
তবে সম্প্রতি আবারো জনপ্রিয় হয়ে ওঠা সেক্যুলার বিরোধী দল সিএইচপি এ গ্রেপ্তারের নিন্দা জানিয়েছে। এর নেতা কামাল কিলিকদারুগলু বলেন, এই গ্রেপ্তার বিরোধীদের দমনে এরদোগান সরকারের আরেকটি কালো অধ্যায়। কিন্তু আমরা এই সরকারের হাত থেকে তুরস্কের গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে ও ন্যায়বিচার টিকিয়ে রাখতে লড়াই জারি রাখবো।
গার্ডিয়ান জানিয়েছে, গত চার বছর ধরে এরদোগান সরকার বিভিন্ন আইনকে ব্যবহার করে তার বিরোধীদের ওপর দমন-পীড়ণ অব্যাহত রেখেছেন। হাজার হাজার রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষাবিদ, আইনজীবি ও বুদ্ধিজীবিকে নানা অযুহাতে কারাগারে প্রেরণ করা হয়েছে এ সময়ে। দমন-পীড়ন থেকে বাদ যায়নি সামরিক বাহিনীর সদস্যরাও। ধর্মীয় নেতা গুলেন ও তার অনুসারীদের টার্গেট করে করে আটক করেছে এরদোগান সরকার।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status