দেশ বিদেশ

জয়পুরহাটে বেতনের দাবিতে চিনিকল শ্রমিকদের বিক্ষোভ

জয়পুরহাট প্রতিনিধি

৫ জুন ২০২০, শুক্রবার, ৬:৪৩ পূর্বাহ্ন

করোনা প্রাদুর্ভাবকে উপেক্ষা করে জয়পুরহাটে চিনিকল শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে। গতকাল সকালে চিনিকল থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চিনিকল চত্ত্বরে এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আলী আকতার, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জুয়েল প্রমুখ।
, সাংগঠনিক সম্পাদক শাকী মাহমুদ প্রমুখ। বক্তারা বলেন, শ্রমিকদের তিন মাসের বকেয়া বেতন, মৌসুম সময়ের বকেয়া বিল, মজুরি কমিশনের বকেয়া এরিয়া বিল বকেয়া থাকলেও মিলের কর্মকর্তারা বেতন ঠিকই নিচ্ছেন। শ্রমিকদের উৎপাদিত ১৬ কোটি টাকার চিনি ও মোলাসেস মজুদ থাকার পরেও শ্রমিকরা বেতন পাচ্ছে না। মানবেতর জীবনযাপন করছে। এক সপ্তাহের মধ্যে বেতন দেওয়া না হলে বৃহত্তর আন্দোলনের হুমকিও দেন শ্রমিক নেতারা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status