কলকাতা কথকতা

কলকাতা কথকতা

মমতা বন্দোপাধ্যায়ের টেলিফোনে রহস্যময় বাইশ কল, তদন্তে নামলো কলকাতা পুলিশ

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা

৪ জুন ২০২০, বৃহস্পতিবার, ৯:২৫ পূর্বাহ্ন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এর ব্যাক্তিগত টেলিফোন পঁয়ষট্টি মিনিটের মধ্যে বাইশটি কলের রহস্য উদ্ঘাটনে কলকাতা পুলিশ বিশেষ তদন্ত দল গঠন করলো ৷ কলগুলো আসে বুধবার বিকেল চারটে থেকে পাঁচটা পাঁচের মধ্যে ৷ মমতা তখন জেলাশাসক ও জেলা অধকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্স করছিলেন ৷ প্রথম ফোনটি বেজে ওঠার পর তিনি ফোন সাইলেন্ট মোড এ দিয়ে মিটিং চালাতে থাকেন ৷ কিন্তু তাতেও নিবৃত্ত করা যায়নি টেলিফোনকারীকে ৷ বিকেল পাঁচটা পাঁচ পর্যন্ত মুখ্যমন্ত্রীর ফোন নিয়মিত বেজে যায় ৷ বিরক্ত মমতা বন্দোপাধ্যায় পাঁচটা দু মিনিটে কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মাকে ফোন করে ব্যাপারটি জানান ৷ কলকাতার পুলিশ কমিশনার এ ব্যাপারে প্রকাশ্যে কোন মন্তব্য করতে না চাইলেও বিশেষ তদন্তকারী দল গড়ে অনুসন্ধান শুরু করেছে ৷ জানা গেছে একটি নম্বর থেকে নয়, কল এসেছিলো বিভিন্ন নম্বর থেকে ৷ কারণ বিরক্ত মুখ্যমন্ত্রী একটি নম্বর ব্লক করে দিলেও কল আসা থামেনি ৷ রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা বিষয়টিকে যতই মুখ্যমন্ত্রীর জনপ্রিয়তা বলে ব্যাখ্যা দিন তৃণমূল নেতারা তা মানতে নারাজ ৷ তাঁদের বক্তব্য, দিদির ব্যাক্তিগত নম্বর সবার জানা থাকলেও কেউই তাকে সরাসরি ফোন করে না ৷ কথা বলতে চাই বলে বার্তা পাঠানো হয় ৷ মুখ্যমন্ত্রী মনে করলে কল ব্যাক করেন ৷ সে ক্ষেত্রে তার ফোনে পরপর বাইশটি কল আসা সত্যিই রহস্যজনক ৷ উল্লেখ্য, দুহাজার নয় সাল থেকে মমতা বন্দোপাধ্যায় হাই সিকিউরিটি রিস্ক ৷ কিন্তু তিনি যথাযথ নিরাপত্তা নেন না ৷ বাইশটি টেলিফোন কল এর সঙ্গে তাঁর নিরাপত্তার যোগ আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ ৷
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status