অনলাইন

বাসভাড়া বৃদ্ধি নিষ্ঠুরতার শামিল: আ স ম রব

স্টাফ রিপোর্টার

৩ জুন ২০২০, বুধবার, ৭:২২ পূর্বাহ্ন

করোনা মহামারিতে বাস ভাড়া বৃদ্ধি করা নিষ্ঠুরতার শামিল বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি।

আ স ম রব বলেন, করোনার সংকটে বিপর্যস্ত অর্থনৈতিক অবস্থায় বাসভাড়া বৃদ্ধি শুধু অযৌক্তিক নয় নিষ্ঠুরতা শামিল। করোনা মহামারি যখন অর্থনীতিতে ধস নামিয়ে দিয়েছে তখন বাসভাড়া হঠাৎ এক লাফে ৬০% বাড়িয়ে দেয়ার সিদ্ধান্ত বাস্তবতা বিবর্জিত এবং সাধারণ মানুষের প্রতি চরম অবহেলা। মহামািরর বিপর্যস্ততায় মানুষ যখন দিশেহারা তখন সরকার শুরুতেই ৮০ পার্সেন্ট ভাড়া বৃদ্ধির প্রস্তাব গ্রহণ করায় প্রমাণ হয় সরকার জনগণের দুঃখ দুর্দশা থেকে কত দূরে।

তিনি আরো বলেন, তেলে ভর্তুকি তথা প্রণোদনা দিলে এবং গণপরিবহনে লাগামহীন চাঁদাবাজি বন্ধ করলে বাসভাড়া বৃদ্ধির কোন প্রয়োজন পড়বে না এবং বাসভাড়া না বাড়ায় পরিবহন মালিকদের লোকসানও গুণতে হবে না। যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে যাত্রী সাধারণের উপর অতিরিক্ত ভাড়া চাপিয়ে দেয়ার কূটকৌশলের পথ সকল মহলকে পরিত্যাগ করতে হবে।

অযৌক্তিক বাসভাড়া বাতিলের দাবি জানিয়ে প্রস্তাব করেন-

১. তেলে ভর্তুকি দিয়ে পরিবহন খাতে সরকারি প্রণোদনা ঘোষণা করতে হবে, এবং

২. পরিবহন খাতের নিয়ন্ত্রণহীন চাঁদাবাজি বন্ধ করতে হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status