কলকাতা কথকতা

কলকাতা কথকতা

অটো, ট্যাক্সিতে চারজন করে যাত্রী নেয়ার অনুমোদন দিল মমতা সরকার

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা

৩ জুন ২০২০, বুধবার, ১১:০১ পূর্বাহ্ন

প্রয়োজনের কাছে হার মানলো অনুশাসন। করোনা জনিত কারণে সামাজিক দূরত্বের অনেক কথা বলা সত্ত্বেও পশ্চিমবঙ্গ সরকার বুধবার থেকে অটো ও ট্যাক্সিতে যতগুলো আসন ততজন যাত্রী তোলার অনুমতি দিল। অর্থাৎ অটো ও ট্যাক্সিতে এখন থেকে চারজন করে যাত্রী তোলা যাবে। অফিস টাইম এর ভিড় সামাল দিতেই এই ব্যবস্থা, অনুমান করা হচ্ছে। ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে অনিন্দ্য সুন্দর দাস নামে এক আইনজীবী জনস্বার্থের একটি মামলা এনেছেন যে লোকাল ট্রেন চলছে না, প্রাইভেট বাস নেই, এই অবস্থায় রাজ্যে কি ভাবে সরকারি, বেসরকারি অফিস খোলা হয়? এছাড়াও তিনি লকডাউন আনলক করার বিষয়টিও মামলায় সম্পৃক্ত করেছেন যে কোথাও কোন সামাজিক দূরত্ব মানা হচ্ছে না। কেন্দ্র সোমবার থেকে সর্বত্র হোটেল, রেস্তোরাঁ, শপিং মল খোলার অনুমতি দিয়েছে। সোমবার থেকে খুলে যাবে সব অফিস ও। এই অবস্থায় লকডাউন শব্দটি হাস্যকর হয়ে যাচ্ছে বলে তথ্যাভিজ্ঞ মহল মনে করছে। সোশ্যাল মিডিয়া বিষয়টিকে এই ভাবে ব্যাখ্যা করেছে - ঘোমটার আড়ালে খ্যামটা নাচ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status