অনলাইন

গ্লোবাল ভ্যাকসিন ভার্চুয়াল সামিটে অংশ নিবেন প্রধানমন্ত্রী

কূটনৈতিক রিপোর্টার

২ জুন ২০২০, মঙ্গলবার, ১০:৩৮ পূর্বাহ্ন

গ্লোবাল ভ্যাকসিন সামিটে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের আমন্ত্রণে লন্ডনে অনুষ্ঠেয় ভার্চুয়াল ওই সামিটে বাংলাদেশের সরকার প্রধান অংশ নিচ্ছেন বলে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে ঢাকাস্থ বৃটিশ হাই কমিশন প্রচারিত এক বার্তায় বলা হয়েছে, ৪ জুনের ওই অনলাইন সামিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে হাইকমিশন তথা বৃটেন কাজ করছে। প্রায় ৩ ঘণ্টার বেশি সময় ধরে চলা (প্রস্তাবিত) ওই ভার্চুয়াল সামিটের কোন অংশে কিভাবে প্রধানমন্ত্রী যুক্ত হবেন? জানতে চাইলে ঢাকার এক কর্মকর্তা মানবজমিনকে বলেন, রেকর্ড করা ভিডিও বার্তায় প্রধানমন্ত্রীর অংশগ্রহণের সম্ভাবনাই বেশি। জনস্বাস্থ্যের সুরক্ষায় ভ্যাকসিনের গুরুত্বপূর্ণ বিশেষ করে কোভিড-১৯ মোকাবিলায় ভ্যাকসিন আবিস্কারের গুরুত্ব এবং এ নিয়ে বিশ্বব্যাপী চলমান কর্ম বিষয়ে সামিটে তাৎপর্যপূর্ণ আলোচনা হবে। বৃটিশ ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিস জানায়, গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশন (জিএভিআই-গ্যাভি) তহবিল সংগ্রহের অংশ হিসেবে সারা বিশ্ব একযোগে কাজ করার লক্ষ্যে এই সামিটের আয়োজন করা হয়েছে। ২০২৫ সালের মধ্যে আরো ৩০০ মিলিয়ন শিশুর ভ্যাকসিন দান ও আট মিলিয়ন শিশুর জীবন বাঁচাতে একযোগে কাজ করবে গ্যাভি। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা জানিয়েছেন- মঙ্গলবার বাংলাদেশ সময় (রাতে) নিউইয়র্কে অনুষ্ঠিত ওশান সামিটেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নিচ্ছেন। সেখানে তার ভিডিও বার্তা প্রচারিত হওয়ার কথা রয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status