বাংলারজমিন

নগদ সহায়তার তালিকায় অনিয়ম ব্রাহ্মণবাড়িয়ার ২ ইউপি সদস্য বরখাস্ত

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া থেকে

২ জুন ২০২০, মঙ্গলবার, ৯:৪৫ পূর্বাহ্ন

 ঈদ উপহার হিসেবে প্রধানমন্ত্রীর দেয়া নগদ ২৫'শ টাকার তালিকা প্রনয়নে অনিয়মের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার দুই ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হচ্ছেন সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হারিছ মিয়া ও ৭নং ওয়ার্ডের সদস্য হাছান মিয়া। মঙ্গলবার বিকেলে স্থানীয় সরকার বিভাগ থেকে তাদের বরখাস্তের প্রজ্ঞাপন জারি করা হয়।
স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ওই দুই ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি নিয়মনীতির ব্যত্যয় ঘটিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ সহায়তা কর্মসূচির সুবিধাভোগীর তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়মের অভিযোগ স্থানীয় তদন্তে প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করা হয়। এতে বলা হয় তাঁদের দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয়। তাই স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯–এর ৩৪
(৪) ধারা অনুযায়ী দুই ইউপি সদস্যের বিরুদ্ধে গ্রহনের সুপারিশ করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯–এর ৩৪ (১) ধারা অনুযায়ী ইউপি সদস্য হাছান মিয়া ও হারিছ মিয়াকে সাময়িক বরখাস্ত করা হলো। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ বড়ুয়া বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নগদ সহায়তা কর্মসূচীর তালিকা প্রণয়নে দুই ইউপি সদস্য অনিয়ম করেছেন। স্থানীয় সরকার বিভাগ তাদেরকে সাময়িক বহিস্কার করেছেন। তাদের বহিস্কারের প্রজ্ঞাপনটি বিকেলে আমরা হাতে পেয়েছি।এরআগে জেলার ২ ইউপি চেয়ারম্যান ও এক সদস্য এই তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগে বরখাস্ত হন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status