খেলা

শামির সাবেক স্ত্রীর নগ্ন ছবি পোস্ট, সোশ্যাল মিডিয়ায় তোলপাড়

স্পোর্টস ডেস্ক

২ জুন ২০২০, মঙ্গলবার, ৩:১০ পূর্বাহ্ন

ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ শামির সাবেক স্ত্রী হাসিন জাহান নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। ইনস্টাগ্রামে প্রাক্তনের সঙ্গে তোলা একটি অর্ধনগ্ন ছবি পোস্ট করেছেন তিনি। যাতে শামিকে উদ্দেশ্য করে একটা ক্যাপশনও লিখেছেন হাসিন। কিন্তু ওই ছবি প্রকাশের পর ব্যাপক সমালোচনার শিকার হয়েছেন কলকাতার এই মডেল।
পারিবারিক কলহে শামি-হাসিনের ছাড়াছাড়ি হয়ে গেছে বেশি কিছুদিন হল। দু’জন আলাদা বাস করছেন নিজেদের নতুন রাজ্যে। শামি ব্যস্ত আছেন তার ক্রিকেট নিয়ে। ওদিকে হাসিন মডেলিংয়ে পুরোপুুরি মনোযোগ দিয়েছেন। এরই মাঝে সাবেক স্বামীকে টেনে আনলেন হাসিন। ইনস্টাগ্রামে দুজনের কোমর পর্যন্ত নগ্ন ছবি। যার উপরে লেখা ‘স্বয়ংসিদ্ধা’। ক্যাপশনে লিখেছেন, ‘যখন তুমি কিছু ছিলে না, আমি ছিলাম পবিত্র ও ধার্মিক। আর যখন তুমি কিছু হলে আমি হয়ে গেলাম অপবিত্র। মিথ্যার পর্দায় সত্যকে আড়াল করা যায় না, কুমিরের কান্না হয় না চিরস্থায়ী। ছবির মডেল হাসিন জাহান ও ক্রিকেটার শামি আহমেদ (মোহাম্মদ শামি)।’
হাসিন কি তবে শামিকে মিস করছেন? তার কথায় অন্তত তাই ইঙ্গিত পাওয়া যায়। তবে শামির ভক্তরা মনে করেন, হাসিনের উচিত নয় তার প্রাক্তন ক্রিকেটার স্বামীকে মিস করা। শামীর অনুসারীরা অবশ্য আগে থেকেই হাসিনকে দুচোখে দেখতে পারে না। নানা সময় তারা অভিযোগ করেছে, হাসিন টাকা পয়সার লোভেই বিয়ে করেছিল শামিকে। নগ্ন ছবি প্রকাশের পর নিজের অনুসারীদেরও বিদ্রুপের শিকার হলেন হাসিন। তারা মনে করেন, শামিকে টেনে নিজের ব্যক্তিত্বহীনতার পরিচয় দিয়েছেন হাসিন।
২০১৮ সালে শামির বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়া, যৌন হেনস্থাসহ একাধিক অভিযোগ আনেন হাসিন জাহান। লিখিত অভিযোগ দায়ের করেন কলকাতা পুলিশের কাছেও। শামির সঙ্গে পাকিস্তানের এক তরুণীর সম্পর্ক রয়েছে দাবি করে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে গড়াপেটার অভিযোগও করেন হাসিন জাহান। যদিও এই অভিযোগ নিয়ে তদন্তে শামিকে ‘নিষ্কলঙ্ক’ ঘোষণা করে বোর্ডের দুর্নীতি দমন শাখা।
এর আগে শামিকে ‘নির্লজ্জ বখাটে’ বলেও তোপ দেগেছিলেন হাসিন। ফেসবুক পোস্টে তার অভিযোগ ছিল, ‘টিকটকে ৯৭ জনকে ফলো করে বখাটে শামি। এদের মধ্যে ৯০ জনই মহিলা। এক বাচ্চার বাবার কোনো লজ্জা নেই। ছিঃ ছিঃ।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status