করোনা আপডেট

ফেনীতে স্বাস্থ্যকর্মী ও একই পরিবারের ৬ জন নতুন ১৮ জন আক্রান্ত

ফেনী প্রতিনিধি

৩১ মে ২০২০, রবিবার, ৯:১২ পূর্বাহ্ন

ফেনীতে করোনাভাইরাসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন স্বাস্থ্যকর্মীসহ নতুন করে আরো ১৮ জন আক্রান্ত হয়েছেন। শনিবার মধ্যরাতে নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষাগার থেকে পাঠানো প্রতিবেদনে ১৮ জনের করোনা পজেটিভ এসেছে বলে সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন জানিয়েছেন। এনিয়ে জেলায় করোনাভাইরাসে ১৫৪ জন আক্রান্তের তথ্য দিল জেলা স্বাস্থ্য বিভাগ।

সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন জানান, ফেনীতে নতুন আক্রান্ত ১৮ জনের মধ্যে সদর উপজেলায় ১২ জন ও ছাগলনাইয়া উপজেলায় ৬ জন রয়েছে। এদের মধ্যে একজন স্বাস্থ্যকর্মী ও একই পরিবারের ৬ সদস্য রয়েছে। আক্রান্ত ১৮ জনের মধ্যে এক শিশুসহ ১৪ জন পুরুষ ও ৪ জন নারী রয়েছে। তাদের বয়স ৩ বছর থেকে ৮০ বছরের মধ্যে। শনিবার জেলার ৬ উপজেলায় নতুন করে ১৪১ জনের নমুনা সংগ্রহ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

সিভিল সার্জন আরো জানান, সদর উপজেলায় আক্রান্ত ১২ জনের মধ্যে শহরের উত্তর ডাক্তারপাড়ায় একই পরিবারের ৬ জনের করোনা পজেটিভ এসেছে। এছাড়া ডাক্তারপাড়ায় ২ জন, পশ্চিম ডাক্তারপাড়ায় ১ জন, রামপুরে ১ জন, কুমিল্লা বাস স্ট্যান্ড সংলগ্ন ভবনে ১ জন ও লেমুয়া ইউনিয়নে ১ জন রয়েছেন।

ছাগলনাইয়ায় নতুন করে শনাক্ত ব্যক্তিদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্বাস্থ্যকর্মী রয়েছে। এছাড়া মটুয়া এলাকায় স্বামী-স্ত্রীসহ দুইজন ও বাঁশপাড়া এলাকা, থানাপাড়া এলাকা, দূর্গাপুর এলাকায় এক জন করে তিন জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ৫ জন পুরুষ ও এক জন নারী।

সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মো. সরফুদ্দিন আহমেদ জানায়, গত ১৬ এপ্রিল ফেনীতে প্রথম এক যুবকের শরীরে করোনাভাইরাসের সংক্রামন শনাক্ত হয়। শনিবার পর্যন্ত জেলায় ১৫৩৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগার জন্য চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি), চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। এদের মধ্যে ১৪১৮ জনের প্রতিবেদন পেয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এদের মধ্যে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ সদস্য, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, প্রকৌশলীসহ ১৫৪ জনের পজেটিভ রিপোর্ট পেয়েছে। এদের মধ্যে সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন ৫৩ জন।

ডা. মো. সরফুদ্দিন আহমেদ আরো জানান, আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৫৫ জন, দাগনভুঞা উপজেলায় ৩৭ জন, ছাগলনাইয়া উপজেলায় ২২ জন, সোনাগাজী উপজেলায় ২০ জন, পরশুরাম উপজেলায় ৭ জন ও ফুলগাজী উপজেলায় ৬ জন রয়েছে। অপর চারজন পাশ্ববর্তী চট্টগ্রাম জেলার একজন, ওই জেলার মিরসরাই উপজেলা, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলা ও নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার বাসিন্দা। তারা সকলে ফেনী জেনারেল হাসপাতালে নমুনা পরীক্ষা করে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রেরণ করা হয়েছে। জেলার বাহিরের অপর তিনজনকে রেফার্ড করা হয়েছে। অপর আক্রান্তরা হাসপাতপালে ও বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। ইতোমধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status