করোনা আপডেট

ময়মনসিংহ বিভাগে আরো ২৬ জনের করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থেকে

২৯ মে ২০২০, শুক্রবার, ১২:০১ অপরাহ্ন

শুক্রবার ময়মনসিংহ মেডিকেলে  পিসিআর ল্যাবে ২টি মেশিনে ৪২৮টি নমুনা পরীক্ষায় ময়মনসিংহ বিভাগে ২৬ জনের করোনা শনাক্ত  হয়েছে।  এরমধ্যে ময়মনসিংহ মেডিকেলের ৩ জন স্বাস্থ্যকর্মী, গফরগাও উপজেলায় ৩ জন, ভালুকায় ৪ জন, ফুলপুর উপজেলায় একজন, ফুলবাড়িয়ায় একজন ও ত্রিশালে একজনসহ জেলায় ১৫ জন
রয়েছে। জামালপুর জেলা সদরে তিনজন ও মেলান্দহে ২জনসহ ৫জন এবং নেত্রকোনা জেলা সদরে ৩ জন, আটপাড়ায় একজন, কেন্দুয়ায় একজন ও মদনে একজনসহ ৬জন রয়েছে। এনিয়ে ময়মনসিংহ বিভাগে আক্রান্ত ৯৯৬ জনের মধ্যে ময়মনসিংহ জেলায় ৪৮২ জন, জামালপুর জেলায় ২০৮জন, নেত্রকোনা জেলায় ২২২ জন এবং শেরপুর জেলায় ৮৪ জন। এছাড়া ময়মনসিংহে আরো দুই জনের ফলোআপ পজিটিভ রয়েছে। বিভাগের চার জেলায় সর্বমোট মারা গেছেন ১৩ জন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status