বাংলারজমিন

কাপাসিয়ায় মাদক অধিদপ্তরের সাবেক কর্মকর্তার মৃত্যু

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

২৯ মে ২০২০, শুক্রবার, ১১:৫৯ পূর্বাহ্ন

করোনা ভাইরাস বা কোভিড ১৯ এ আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাবেক এক কর্মকর্তার (৬০) মৃত্যু হয়েছে। তিনি কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রাওনাট এলাকার বাসিন্দা। শুক্রবার রাতে প্রশাসনের মাধ্যমে স্বাস্থ্যবিধি মেনে দুর্গাপুরের গ্রামের বাড়ীর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

মৃত ব্যক্তির স্বজনরা জানায়, তিনি অবসর গ্রহণের পর গাজীপুরেই বসবাস করতেন। রোজার শুরুতে তিনি কাপাসিয়ায় তাঁর গ্রামের বাড়িতে আসেন। এখানে ধানকাটাসহ বিভিন্ন পারিবারীক বিষয়াদি দেখাশুনা করছিলেন। এরমাঝে প্রয়োজনে তিনি গাজীপুর যাতায়াত করতেন। সবশেষ তিনি ঈদের আগেরদিন কাপাসিয়া বাড়ীতে আসেন। তখন তিনি জ্বরসহ অসুস্থতা অনুভব করলে সেনা ও নৌ বাহিনীতে কর্মরত তার দুই জামাতা গত মঙ্গলবার তাঁকে ঢাকার সম্মিলিত সামরিক (সিএমএইচ) হাসপাতালে নিয়ে ভর্তি করান। পরে করোনা পরীক্ষায় তার করোনা পজিটিভ শনাক্ত হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ১১ টার দিকে তাঁর মৃত্যু হয়।
তার মৃত্যুর খবর জানার পর কাপাসিয়ার বাড়ী লকডাউন করেছে কাপাসিয়া উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ইসমত আরা জানান মৃত্যুর সংবাদ পেয়ে তার বাড়ির লোকজন করা হয়েছে এবং নিয়মমাফিক মত মৃত ব্যক্তির দাফন সম্পন্ন করা হয়েছে।
স্বজনরা আরো জানান, ওই কর্মকর্তা এক বৎসর আগে চাকুরি থেকে অবসরে গেছেন। তিনি সর্বশেষ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক পদ কর্মরত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status