বিনোদন

লুইপার এবারের শ্রদ্ধাঞ্জলি ‘পরদেশী মেঘ’

স্টাফ রিপোর্টার

৩০ মে ২০২০, শনিবার, ১১:৫৮ পূর্বাহ্ন

জনপ্রিয় সংগীতশিল্পী জিনিয়া জাফরিন লুইপা জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করে প্রথম ২০১৭ সালে একটি গান গেয়েছিলেন। গানটি ছিল ‘আমার আপনার চেয়ে আপন যেজন খুঁজি তারে আমি আপনায়’। ওই বছর ৭ই সেপ্টেম্বর গানবাংলা টিভিতে প্রচারিত এই গানটিতে লুইপার গায়কী বেশ প্রশংসিত হয়। ৯ মিনিট ৩ সেকেন্ড ব্যাপ্তির এই গানটি এরপর থেকে নিজের প্রায় সব লাইভ শোতে লুইপাকে গাইতে হয়েছে। আর কাজী নজরুল ইসলামকে নিয়ে বিশেষ কোনো অনুষ্ঠান থাকলে সেখানেও তাকে এই গান পরিবেশন করতে হয়েছে। এবার নজরুলের আরো একটি গান লুইপার সংগীত জীবনের সঙ্গে যুক্ত হলো। একই চ্যানেলে গেল ২৭শে সেপ্টেম্বর প্রকাশ হলো ‘পরদেশী মেঘ’ শীর্ষক এ গানটি। চার মিনিট ৪৫ সেকেন্ড ব্যাপ্তির এই গানটি প্রকাশের পর থেকেই প্রশংসায় ভাসছেন লুইপা। ‘উইন্ড অব চেঞ্জ’র সিক্স সিজনে প্রকাশিত এই গানটি নিয়ে চ্যানেল সংশ্লিষ্ট সবাই খুব আশাবাদী ছিলেন। আশাবাদী ছিলেন লুইপা নিজেও। গানটি প্রকাশের পর থেকে এ শিল্পী পরিবার থেকে যেমন গায়কীর জন্য প্রশংসিত হচ্ছেন ঠিক তেমন দেশ-বিদেশে তার অগণিত ভক্তও বেশ প্রশংসা করছেন। গানটি প্রসঙ্গে লুইপা বলেন, ‘উইন্ড অব চেঞ্জ’র আয়োজনে আবারো নজরুল সংগীত গাইতে পারার সৌভাগ্যটা আমার এবারের ঈদের সবচেয়ে বড় উপহার। আর আমার ওপর যে দুজন মানুষ এই ভরসাটুকু করতে পেরেছেন আমি তাদের কী বলে ধন্যবাদ জ্ঞাপন করবো জানি না। অসাধারণ এই দুজন মানুষ হলেন কৌশিক হোসেন তাপস ভাই এবং ফারজানা মুন্নী ভাবী, যারা সময়ে অসময়ে প্রতিটি মুহূর্তে ভালোবাসা দিয়েই যাচ্ছেন আমাকে, আমার পুরো পরিবারকে। নজরুল জয়ন্তীর মাসে এই গানটি আমার শ্রদ্ধাঞ্জলি। আর সব সময়ের মতো শ্রোতা-দর্শকের প্রতি অবশ্যই অনেক অনেক কৃতজ্ঞতা নিয়মিত গান শুনে আমাকে অনুপ্রাণিত করার জন্য।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status