করোনা আপডেট

সেনবাগে করোনায় আক্রান্ত ঢাকা বিশ্ববিদ্যালয় স্টাফের মৃত্যু

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি

২৯ মে ২০২০, শুক্রবার, ১১:৪০ পূর্বাহ্ন

সেনবাগের পূর্ব ছাতারপাইয়ায়  আ: মন্নান মনু (৫৫) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক  স্টাফের মৃত্যু হয়েছে।  পিতা পুত্র নমুনা দেয়ার দুইদিন পর তিনি করোনার কাছে  পরাজিত হলেন। বৃহস্পতিবার সকালে পিতা আ: মন্নান মনু ও পুত্র সাইফুল ইসলামের  করোনা পরীক্ষায় পজেটিভ আসে। স্বাস্হ্য বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনী তাদের বাড়ী লকডাউন করতে গিয়ে জানতে পারেন আব্দুল মন্নান মনুর মৃত্যুর বিষয়টি। পরে সেনবাগ উপজেলা থেকে ইসলামী ফাউন্ডেশনের প্রশিক্ষিত  সদস্যরা তার দাফন সম্পন্ন করার বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্হ্য বিভাগের ইন্সপেক্টর মো: ওবায়দুল হক। করোনা আক্রান্ত পুত্র সাইফুল নিজ বাড়ীতে আইসোলেশনে রয়েছেন।
করোনায় মৃত আবদুল মন্নান মনু পূর্ব ছাতারপাইয়া গ্রামের ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক প্রফেসর ডক্টর মহব্বত আলী বাড়ীর মৃত মোহাম্মদ উল্যার পুত্র।
জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় কমিটির  যুগ্ন সাধারন সম্পাদক নাইমুল আহসান জুয়েল মানবজমিনকে  জানান,করোনা যুদ্ধে হেরে যাওয়া আবদুল মন্নান মনু ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক হলের সিক বয় হিসেবে কর্মরত ছিলেন।নোয়াখালীতে এসে  লকডাউনে আটকা পড়েন। ১৫ রমজান পিতা পুত্র ঢাকা এসে বাড়ী যাবার পর তারা অসুস্হ হয়ে পড়েন।
মৃত আ: মন্নানের চাচাতো ভাই  ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার কেএম মোজাম্মেল হক শুক্রবার রাতে  মানবজমিনকে  জানান,২ পুত্র ও ১ কন্যার মধ্যে সবুজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং করোনায় আক্রান্ত সাইফুল এসএসসি পরীক্ষা দিয়েছে।
উল্লেখ্য, শুক্রবার পর্যন্ত সেনবাগ উপজেলায় করোনায়  ২৬ জন আক্রান্ত সহ ৩ জনের মৃত্যু হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status