বাংলারজমিন

ব্রাহ্মণবাড়িয়া শহরে হঠাৎই বেড়েছে আক্রান্তের সংখ্যা

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া থেকে

২৯ মে ২০২০, শুক্রবার, ৭:৩৭ পূর্বাহ্ন

হঠাৎই আক্রান্তের সংখ্যা বেড়েছে ব্রাহ্মণবাড়িয়া শহরে। করোনা ভাইরাস নমুনা পরীক্ষায় শুক্রবার যে ১৭ জনের পজেটিভ ফলাফল আসে এরমধ্যে ১৫ জনই শহরের। এরআগে শহরে আক্রান্তের সংখ্যা ছিলো ১২ জন।ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ে কর্মরত ডাক্তার সানজিদা জানান, ৮৩ জনের নমুনা পরীক্ষার ফলাফলে ১৭ জনের পজেটিভ রেজাল্ট এসেছে।
আক্রান্তদের মধ্যে  একজন দন্ত চিকিৎসক,জেলা সদর হাসপাতাল এবং সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ২ জন কর্মচারী রয়েছেন।
জেলায় এপর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৩১ জন। আক্রান্তের সংখ্যার হিসেবে সবচেয়ে বেশী আক্রান্ত  নবীনগরে,৩৮ জন। নতুন আক্রান্তদের মধ্যে আশুগঞ্জের আলমনগরের একজন এবং বিজয়নগরের সিংগারবিলের একজন ছাড়া বাকী ১৫ জনই জেলা সদরের। তাদের মধ্যে ৪ জন মধ্যপাড়ার, একজন দন্ত চিকিৎসকসহ পীরবাড়ি এলাকার ২ জন,কাজীপাড়ার ৩ জন,কলেজপাড়ার ১ জন,মুন্সেফপাড়ার ১ জন,ভাদুঘরে ১ জন  এবং সদরের রাধিকা  গ্রামের একজন রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন মো: একরামুল্লাহ বলেন, আক্রান্ত বৃদ্ধির সুনির্দিষ্ট কোন কারন বলা যাচ্ছেনা। ঈদে মুভমেন্টটা হয়তো বেশী হয়েছে। স্বাস্থ্য বিধি মানার প্রবনতাও কম।২/১ দিন ধরেই আক্রান্ত বেশী হচ্ছে। এসময়টাতে আক্রান্তের সংখ্যা বাড়তে পারে,এই
ধারনা ছিলো আগেই।  জেলায় এপর্যন্ত ৩৮০১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। এরমধ্যে ৩৩৬২ জনের ফলাফলে মোট ১৩১ জনের পজেটিভ আসে।ইতিপূর্বে আক্রান্ত ১১৪ জনের মধ্যে ৫৮জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে আইসোলেশনে রয়েছেন ৫৪জন। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় ৪৮জন,ঢাকায় ৫জন এবং কুমিল্লায় একজন রয়েছেন। হোম কোয়ারেন্টিনে থাকা ব্যাক্তির সংখ্যা ৯৭৭ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রয়েছেন ৬৪ জন। করোনা সংক্রমনের শুরুর দিকে জেলায় মৃৃৃৃত্যু হয় ২ জনের।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status