খেলা

‘অর্থের কারণে মাঠে ফিরেছে ফুটবল’

স্পোর্টস ডেস্ক

২৯ মে ২০২০, শুক্রবার, ১২:২৮ অপরাহ্ন

করোনা পরিস্থিতির কারণে ফরাসি লীগ ওয়ান বাতিল করায় নানা মহল থেকে ওঠে সমালোচনার ঝড়। কয়েকটি ক্লাব তো আইনি লড়াইয়ে নামার হুমকিও দিয়েছে। তবে ফ্রান্সের বিশ^কাপজয়ী কোচ দিদিয়ের দেশম তাদের দলে নেই। তিনি মনে করেন, অর্থের কারণেই করোনা পরিস্থিতির মধ্যে মাঠে ফেরানো হয়েছে ফুটবল। একটি ফরাসি দৈনিককে দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, ‘ফুটবলের বড় দেশ ইংল্যান্ড ও স্পেন। তারা প্রিমিয়ার লীগ ও লা লিগা শুরুর প্রস্তুতি নিচ্ছে। অথচ নারী লীগ ফেরানোর কথা ভাবছে না। এটা থেকেই সবকিছু পরিষ্কার কেন তারা মাঠে ফুটবল ফেরাতে ব্যাকুল।’
ইউরোপের শীর্ষ লীগের মধ্যে সবার আগে মাঠে গড়িয়েছে জার্মান বুন্দেসলিগা। ৫১ বছর বয়সী এই কোচ সমালোচনা করলেন বুন্দেসলিগার অসঙ্গতি নিয়ে, ‘আমি বুন্দেসলিগা দেখেছি। তবে কিছু বিষয় আমার কাছে বেমানান লেগেছে। খেলোয়াড়রা মাঠে স্বাভাবিক খেলাটাই খেলছে। কিন্তু সাইডলাইনে দেখছি বদলি খেলোয়াড়রা মাস্ক পরে দূরত্ব রেখে বসে আছে। অথচ কিছুক্ষণ পরই তারা মাঠে খেলতে নামবে। তাহলে সাইডলাইনে কি ঝুঁকিটা বেশি? আমি এটা পছন্দ করি না।’
খেলোয়াড় হিসেবে ১৯৯৮ বিশ্বকাপ জেতা দেশম কোচ হিসেবে জিতেছেন ২০১৮ বিশ্বকাপ। ফ্রান্স জাতীয় দলের সঙ্গে তার চুক্তির মেয়াদ ২০২২ বিশ্বকাপ পর্যন্ত।
গত এপ্রিলের শেষে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) চ্যাম্পিয়ন ঘোষণা করে এবারের ফরাসি লীগ ওয়ান আসরের সমাপ্তি টানা হয় । নেদারল্যান্ডস, বেলজিয়ামসহ আরো বেশ কয়েকটি দেশে বাতিল করা হয় ফুটবল লীগ। তবে জুনের দ্বিতীয় সপ্তাহে স্প্যানিশ লা লিগা ফিরবে বলে জানিয়েছে স্পেনের সংবাদমাধ্যম। আগামী মাসেই মাঠে ফিরবে ইংলিশ প্রিমিয়ার লীগ। মাঠে ফিরতে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে ইতালিয়ান সিরি আ’র দলগুলোও।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status