বাংলারজমিন

দেবিদ্বারে করোনা আক্রান্তদের দায়িত্ব নিলেন ইউপি চেয়ারম্যান

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

২৮ মে ২০২০, বৃহস্পতিবার, ৫:৫৫ পূর্বাহ্ন

বৈশি^ক মহামারিতে রুপ নেওয়া মরণঘাতি করোনা ভাইরাসে সংক্রমণ পাল্লা দিয়েই বাড়ছে। কুমিল্লার দেবিদ্বারেও আশংকাজনক হারে বেড়েই চলেছে এর সংখ্যা। এ উপজেলায় শনাক্তদের মধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্ত হয়েছেন ১৩৯ জন। উপজেলা সদরসহ কয়েকটি গ্রাম হটস্পট হিসেবে ঘোষণা করেছে  স্থানীয় প্রশাসন। শনাক্তদের মধ্যে রয়েছেন ব্যবসায়ী, পুলিশ, ডাক্তার, সাংবাদিকসহ নানা শ্রেণী পেশার মানুষ। এমন কঠিন পরিস্থিতিতে দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নে করোনা শনাক্ত হওয়া রোগীদের চিকিৎসাসহ যাবতীয় দায়িত্ব নিয়েছেন ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম সরকার। এছাড়াও করোনা শনাক্তদের বাড়িতে জরুরি খাদ্য সরবরাহ, চিকিৎসা সুরক্ষা সামগ্রী প্রদান, নগদ অর্থ দান, আক্রান্তরা যেন অমানবিক বৈষম্যের স্বীকার না হোন তা সচেতনতা বৃদ্ধি এবং মৃতদের দাফন কাফনের ব্যবস্থা করাসহ যাবতীয় দায়িত্ব নিয়েছেন তিনি। ইতোমধ্যে তিনি রাজামেহার ইউনিয়নে লাশ দাফনের জন্য একটি স্বেচ্ছাসেবী কমিটি করেছেন। যারা মৃতদের জানাজা, দাফন কাফনের যাবতীয় ব্যবস্থা করবে।  
ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম সরকার বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার ইউনিয়নে যত মানুষ করোনা পজেটিভ আক্রান্ত হবে আমি তাদের পাশে দাঁড়াবো। বিভিন্ন চিকিৎসা, পরামর্শ, খাদ্য সামগ্রী বিতরণ, কেউ মারা গেলে তাদের লাশ দাফন কাফনের ব্যবস্থা করাসহ তাদের চিকিৎসার যত টাকা পয়সা ব্যয় হবে আমি চেষ্টা করব তাদের পাশে দাঁড়াতে। তিনি আরও বলেন, আমি ইতোমধ্যে করোনা আক্রান্তদের বাড়ি বাড়ি খাদ্যা পাঠাচ্ছি।  আমি তাদের প্রত্যোকের সাথে যোগাযোগ রাখছি। তাদের বিভিন্ন পরামর্শসহ বিভিন্ন সহায়তার আশ^াস দিয়েছি। কারও কাছে নগদ অর্থসহ বিভিন্ন সহযোগিতা পাঠানোর চেষ্টা করছি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status