বাংলারজমিন

নবীনগরে ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

২৮ মে ২০২০, বৃহস্পতিবার, ৫:৫০ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রছুল্লাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আকবর সংবাদ সম্মেলন করেছেন। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের দশটি আইডির বিরুদ্ধে নবীনগর থানায় সাধারণ ডায়েরী করেছেন। আজ বৃহস্পতিবার সামাজিক দুরত্ব বজায় রেখে রসুল্লাবাদ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জানান। তিনি লিখিত বক্তব্যে বলেন, ফেসবুকে আমার বিরুদ্ধে ১০টি বিভিন্ন আইডি হইতে নাম, ছবি ব্যবহার করিয়া বিভিন্ন কুরুচিপূর্ণ বাজে লিখা পোষ্ট করে আসছে। অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিগণের এহেন কর্মকান্ডে রছুল্লাবাদ ইউনিয়নের সর্বস্তরের সাধারণ মানুষসহ আমি সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন হচ্ছি। তাই আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইউপি চেয়ারম্যান আলী আকবর বলেন, স্থানীয় এমপি ও উপজেলা চেয়ারম্যানের সুুপরিশক্রমে সরকারি খাস জায়গায় সরকারের সকল নিয়মকানুন মেনে সঠিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আ’লীগ ও তার অংঙ্গসংগঠনের অফিস, সরকারের জমি আছে ঘর নেই প্রকল্পে একজন অসহায় ব্যক্তিকে ঘর বরাদ্ধ, মসজিদ ও মাদ্রাসার জন্য সরকারি বন্দোবস্ত প্রক্রিয়ায় খাস জায়গা লিজ, একটি হতদরিদ্র দিনমুজুর পরিবারকে শিশু খাদ্যের জন্য ২০০ টাকা, চাচা ভাতিজার মারামারি ঘটনায় তিন গ্রামের সালিশ দরবারে চাচাকে মারার অভিযোগে জুড়িবোর্ডের মাধ্যমে ভাতিজা হাসান রশিদকে আর্থিক জরিমানা ও মাফ চাওয়া, ইয়াবা ব্যবসায়ীকে ইয়াবাসহ ধরে পুলিশে সোর্পদ করা হয়েছে জানিয়ে বলেন, এ সকল কার্যক্রমে আমার ব্যক্তিগত কোন স্বার্থ নেই। দলীয়, এলাকাবাসি ও প্রাতিষ্ঠানিক স্বার্থে এ গুলো করা হয়েছে। আমার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট অপপ্রচার চালাচ্ছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status