অনলাইন

বগুড়ায় মদপানে দুই ব্যক্তির মৃত্যু

বগুড়া প্রতিনিধি

২৮ মে ২০২০, বৃহস্পতিবার, ৫:৩৬ পূর্বাহ্ন

গুড়ার ধুনটে মদ্যপানে আব্দুল আলিম (৩০) ও আল-আমিন (২৮) নামে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার রাতে উপজেলার কালেরপাড়া ইউনিয়নে এঘটনা ঘটে। মৃত্যুরা হলেন উপজেলার ঈশ্বরঘাট গ্রামের হাফিজুর রহমানের ছেলে অটোরিকশাচালক আব্দুল আলিম (৩০) ও একই গ্রামের আব্দুর রশিদের ছেলে স্থানীয় কান্তনগর বাজারের মাংস ব্যবসায়ী আল-আমিন (২৮)।

বুধবার সন্ধ্যার দিকে গ্রামের রাস্তায় বসে নেশা জাতীয় তরল পদার্থ সেবন করেন আব্দুল আলিম ও আল-আমিন। এরপর তারা অসুস্থ হয়ে পড়েন। এর মধ্যে আল আমিন রাত ৯টার দিকে নিজ বাড়িতে মারা যায়। এবং অসুস্থ আব্দুল আলিমকে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার অবস্থা অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে আব্দুল আলিম মারা যান।

ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, কালেরপাড়া আব্দুল আলিম ও আল-আমিন নামে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে তাদের মৃত্যু বিষাক্ত মদ্য পানে হয়েছে। আমরা মাঠে নেমেছি বিষয়টি খতিয়ে দেখার জন্য।

এদিকে ময়নাতদন্তের জন্য দুজনের মৃত্যু দেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status