অনলাইন

করোনায় সেরে উঠেছেন প্রায় ২৫ লাখ মানুষ

অনলাইন ডেস্ক

২৮ মে ২০২০, বৃহস্পতিবার, ৯:৫০ পূর্বাহ্ন

বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে। এ ভাইরাসে সারা বিশ্বে আজ বৃহস্পতিবার পর্যন্ত আক্রান্ত হয়েছে ৫৭ লাখ ৮৮ হাজারের বেশি মানুষ। তাদের মধ্যে বর্তমানে সাড়ে ২৯ লাখ ৩৩ হাজার ৭৬৪ জন চিকিৎসাধীন এবং তাদের মধ্যে ৫২ হাজার ৯৭৫ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ২৪ লাখ ৯৭ হাজার ৫৯৩ জন সুস্থ হয়ে উঠেছে। বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে চার লাখ ৯০ হাজার।

এ ছাড়া মেক্সিকোতে ৫৪ হাজার ৩৮৩, কানাডায় ৪৬ হাজার ১৬৪, সুইজারল্যান্ডে ২৮ হাজার ৩০০, বেলজিয়ামে ১৫ হাজার ৪৬৫, অস্ট্রিয়ায় ১৫ হাজার ২২৮, দক্ষিণ কোরিয়ায় ১০ হাজার ৩৪০, অস্ট্রেলিয়ায় ছয় হাজার ৫৬৬ এবং মালয়েশিয়ায় ছয় হাজার ৮৩ জন সুস্থ হয়ে উঠেছে। গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এবং তিন লাখ ৫৭ হাজার ৪২৫ জন রোগী মারা গেছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status