বাংলারজমিন

আড়াইহাজারে সেপটিক ট্যাঙ্ক বিস্ফোরণে দগ্ধ আরো একজনের মৃত্যু

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

২৭ মে ২০২০, বুধবার, ৯:০১ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সেপটিক ট্যাঙ্ক বিস্ফোরণের ঘটনায় আরো একজনের মৃত্যু হয়েছে। তার নাম মুনছুর (৫০)। তিনি আড়াইহাজার পৌরসভাধীন শিবপুর এলাকার জয়নব আলীর ছেলে। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাসস্টিক সাজারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার রাত পৌনে ৯টার দিকে তার মৃত্যু হয়। তার ভাই আনসর আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এনিয়ে মৃত্যু হলো দুজনের। এর আগে হরমুজ আলী (৫০) নামে এক জনের মৃত্যু হয়। তিনি আড়াইহাজার মানিকনগর এলাকার মৃত আব্দুল রাজ্জাকের ছেলে। আহত ফতেপুর ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার রমিজউদ্দিনের ছেলে আলম (৫২) ও বগাদী কান্দাপাড়া এলাকার রমজানের ছেলে ইব্রাহিম (৪৫) একই ইনস্টিটিউটে এখনো চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। প্রসঙ্গত. ২৪ মে রোববার বেলা ১১টার দিকে সাবেক উপজেলা চেয়ারম্যান শাহজালাল মিয়ার মালিকানাধীন ভবনের নীচ তলায় সেপটিক ট্যাঙ্ক বিস্ফোরণের ঘটনায় চারজন দগ্ধ হন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status