করোনা আপডেট

ফেনীতে পুলিশ সহ আরও চারজন আক্রান্ত

ফেনী প্রতিনিধি

২৭ মে ২০২০, বুধবার, ৭:৩৯ পূর্বাহ্ন

ফেনীতে করোনা ভাইরাসে এক পুলিশ সদস্যসহ নতুন করে আরও চার জন আক্রান্ত হয়েছেন। বুধবার দুপুরে নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষাগার থেকে পাঠানো প্রতিবেদনে চার জনের করোনা পজেটিভ এসেছে বলে সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন জানিয়েছেন। এনিয়ে জেলায় করোনাভাইরাসে ৮১ জন আক্রান্তের খবর দিল জেলা স্বাস্থ্য বিভাগ।

সিভিল সার্জন কার্যলয় সূত্র জানায়, নতুন করে আক্রান্ত হওয়া চার জনের মধ্যে একজন পুলিশ সদস্য ও এক সাবেক বীমাকর্মী। তারা দুইজন ডাক্তারপাড়ায় বসবাস করেন।অপর দুইজনের একজন শহরের উকিলপাড়া ও সোনাগাজী উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মো. সরফুদ্দিন আহমেদ জানায়, মঙ্গলবার পর্যন্ত জেলায় ১২৭১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগার জন্য চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি), চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। মঙ্গলবার পর্যন্ত ১১০৬ জনের প্রতিবেদন পেয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এদের মধ্যে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ সদস্য, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, প্রকৌশলীসহ ৮১ জনের পজেটিভ রিপোর্ট পেয়েছে। এদের মধ্যে সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন ৩৭ জন।

ডা. মো. সরফুদ্দিন আহমেদ আরো জানান, আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ২৭ জন, দাগনভুঞা উপজেলায় ১৪ জন, ছাগলনাইয়া উপজেলায় ১৪ জন, সোনাগাজী উপজেলায় ১০ জন, পরশুরাম উপজেলায় ৭ জন ও ফুলগাজী উপজেলায় ৫ জন রয়েছে। অপর চারজন পাশ্ববর্তী চট্টগ্রাম জেলার একজন, ওই জেলার মিরসরাই উপজেলা, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলা ও নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার বাসিন্দা। তারা সকলে ফেনী জেনারেল হাসপাতালে নমুনা পরীক্ষা করে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রেরণ করা হয়েছে। অপর আক্রান্তরা হাসপাতপালে ও বাসায় আইসোরেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

প্রসঙ্গত, গত ১৬ এপ্রিল ফেনীতে প্রথম এক যুবকের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। এরপর প্রায় দেড় মাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৮১ জনে দাঁড়িয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status