বাংলারজমিন

মনোহরগঞ্জে করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি

২৭ মে ২০২০, বুধবার, ৭:৩৭ পূর্বাহ্ন

কুমিল্লার মনোহরগঞ্জে করোনা উপসর্গ নিয়ে মফিজুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন। তার বাড়ি উপজেলার ভোগই গ্রামে। মঙ্গলবার তিনি জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসারে সর্বোচ্চ সতর্কতায় মরদেহ দাফন করা হয়। উপজেলা স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের ভোগই গ্রামের মৃত আমির হোসেনের ছেলে মফিজুল ইসলাম চট্টগ্রামে জুট মিলে চাকরি করতেন। তিনি ঈদের আগের দিন রবিবার (২৪ মে) চট্টগ্রাম থেকে নিজ বাড়িতে আসেন। তার শরীরে জ্বর, কাশি থাকলেও একপর্যায়ে শ্বাসকষ্ট দেখা দেয়। পরদিন সোমবার (২৫ মে) রাত ১১টার পর তার শারীরিক অবস্থা অবনতির দিকে ধাবিত হতে থাকে। তাৎক্ষণিক তাকে নাথেরপেটুয়ার একটি প্রাইভেট ক্লিনিকে নেয়া হলে সেখানে চিকিৎসা না দেয়ায় দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা প্রাথমিক চিকিৎসা শেষে নমুনা সংগ্রহ করেন।
ওই বৃদ্ধের ক্রমাগত শ্বাসকষ্ট বাড়তে থাকায় গভীর রাতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ১০টায় মফিজুল ইসলাম মারা যান। হাসপাতাল থেকে স্বজনরা তার মরদেহ বাড়িতে নিয়ে বিকাল ৫:২০ ঘটিকায় দাফন করেন।
নাথেরপেটুয়া ইউপি চেয়ারম্যান মাস্টার রুহুল আমিন ওই বৃদ্ধ করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রামবাসীকে সর্বোচ্চ সতর্কতায় চলাফেরা করতে অনুরোধ করেছি। মারা যাওয়া ব্যক্তির পরিবারের লোকজন বাসা-বাড়ি থেকে বের হচ্ছেন না। তাদের যে কোনো সমস্যায় আমরা পাশে আছি।
মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও কুমিল্লা জেলা করোনা প্রতিরোধ সমন্বয়ক ডা. নিসর্গ মেরাজ চৌধুরী জানান, রাত ১২টা থেকে ৪টা পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তির স্বজনদের সাথে আমি বহুবার কথা বলে যাবতীয় পরামর্শ দিয়েছি। রাত ৪টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজে ভর্তি নিশ্চিতের পর ফজরের নামাজ পড়ে ওই ব্যক্তির সুস্থতার জন্য দোয়া করেছি। কিন্তু মঙ্গলবার সকালে তার মৃত্যুর সংবাদে খুবই ব্যথিত হই। ওই বৃদ্ধের রিপোর্ট আসলে করোনা পজিটিভ ছিল কি-না জানা যাবে। পরিবারের অন্য সদস্যদেরও নমুনা সংগ্রহ করা হবে। করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে বাসা-বাড়িতে থাকার পরামর্শ দেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status