বাংলারজমিন

রংপুরে বিষাক্ত স্পিরিট পানে তিনজনের মৃত্যু

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

২৭ মে ২০২০, বুধবার, ৩:১৫ পূর্বাহ্ন

বিষাক্ত রেকটিফায়েড স্পিরিট পান করে রংপুরের শ্যামপুর এলাকায় নুর ইসলাম (৩০), সরোয়ার হোসেন (৩১) ও মোস্তফা কামাল (৩০) নামে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রংপুরের বদরগঞ্জ উপজেলার শ্যামপুর স্টেশন কলোনীর আব্দুল হামিদ মিয়ার ছেলে নুর ইসলাম। গত মঙ্গলবার রাতে মারা যায় সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নের খইল্লাপাড়া ও পুটিমারী এলাকার সরোয়ার হোসেন ও মোস্তফা কামাল। ওইদিন বিকেলে তাদের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। স্থানীয় সুত্রে জানা যায়, একটি সংঘবদ্ধ চক্র প্রায় দিনই শ্যামপুর বাজার এলাকায় মদ ও বিষাক্ত স্পিরিটসহ নেশার আসর বসায়। বিশেষ করে ঈদকে ঘিরে তাদের আসর আরো জমজমাট হয়ে ওঠে। ওই গ্রুপের সদস্যরা ঈদের আনন্দে গত সোমবার বন্ধুদের নিয়ে শ্যামপুর বাজার এলাকায় আড্ডা দিয়ে নেশাজাতীয় নিষিদ্ধ রেকটিফায়েড স্পিরিট পান করেন। এক পর্যায়ে তারা গুরুতর অসুস্থ্য হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। একটি সুত্র জানায় ওই গ্রুপের আরো কয়েকজন সদস্য গুরুতর অবস্থায় বিভিন্ন স্থানে গোপনে চিকিৎসা নিচ্ছেন। নিহতের বিষয়টি নিশ্চিত করে রংপুর সদর উপজেলার চন্দনপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান বলেন, নিহতের দুইজনের বাড়ী চন্দনপাট ইউনিয়নের খইল্লাপাড়া ও পুটিমারী এলাকায়। একজনের বাড়ি বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নে। বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার বলেন, নিহতরা যেহেতু রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। সে জন্য বিষয়টি আমাদের জানা নেই।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status